বুধবার ● ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিয়ামের মৃত্যু: ৮ দফা দাবিতে উত্তাল চুয়েট
সিয়ামের মৃত্যু: ৮ দফা দাবিতে উত্তাল চুয়েট
রাউজান প্রতিনিধি:: (৩০ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫২ মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম ২৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। হাটহাজারীর মদুনাঘাট ব্রীজের নিকটে অটো টেম্পোর নিচে চাপা পড়েন সিয়াম। মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি।সিয়াম এর নিজ গ্রাম এর বাড়ি জামালপুর জেলার সদর উপজেলায়।
মেধাবী ছাত্র সিয়াম নিহত হওয়ার প্রতিবাদে ৩০ মার্চ বুধবার কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হওয়ার পর শিক্ষার্থীরা কাপ্তায় সড়ক প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রাখে। এতে কাপ্তায় সড়কের উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার রাস্তায় যানবাহন আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন চালককে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং ৮দফা দাবি বাস্তবায়ন করতে হবে। ৮ দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে চুয়েট । রাউজান থানার এসঅাই মুনছুর ও চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অামির বলেন পরিস্থিতি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অাওতায় অাছে।