বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ »
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে। বুধবার পৌরসভা হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন।
সাংবাদিক রেজাউল করিম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান, পৌর সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম. ফরিদুল্লাহ ফরিদ, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, বীর মুক্তযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, প্রেসক্লাব আহবায়ক আবুল কালাম আজাদ প্রমূখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুর রউফ আকন্দ নোমানী।
ঈশ্বরগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত
ঈশ্বরগঞ্জ :: “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এ প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম।
এসময় অন্যানে মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম. ফরিদুল্লাহ ফরিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব আহব্বায়ক আবুল কালাম আজাদসহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা তথ্যের অবাদ প্রবাহ বজায় রাখার বিষয়ে একমত পোষণ করা হয়। তথ্যকে শক্তিতে রুপান্তরিত করার একমাত্র উপায় হচ্ছে জনগণের কাছে তথ্যকে সহজলভ্য করা। উপস্থিত সকলে, তথ্যকে সহজলভ্য করার প্রতি গুরুত্বারোপ করেন।