শনিবার ● ১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » গড়াই নদীতে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ইলিশ
গড়াই নদীতে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ইলিশ
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নলখোলা এলাকার গড়াই নদীতে ইলিশ মিলেছে। শুক্রবার এক ব্যক্তির জালে আড়াই কেজি ওজনের এই ইলিশ ধরা পড়ে। ইলিশ ধরা পড়ার খবরে মানুষ দেকতে ভীড় করে। তথ্য নিয়ে জানা গেছে, প্রতি বছর আষাড় মাসে গড়াই নদীতে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে। কয়েক বছর এই মাছ সচরাচার ধরে পড়েনি। কিন্তু এ বছর প্রচুর পরিমান ইলিশ ধরা পড়েছ। শৈলকুপার গনমাধ্যম কর্মীরা জানান, গড়াই নদীর ইলিশ এক থেকে তিন কেজি ওজনের হয়ে থাকে। শুক্রবার যে ইলিশটি ধরা পড়েছে তার ওজন আড়াই কেজি।
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীসহ নিহত দুই
ঝিনাইদহ :: ঝিনাইদহদের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এনামুল হক আরিফ (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থী ও বাইসাইকেল আরোহী আলেক মন্ডল (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গাজিরবাজার বটতলা নামকস্থানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। পান্তাডাঙ্গা দাখিল মাদরাসার ছাত্র নিহত এনামুল হক আরিফ কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাজেদুল হকের ছেলে ও বাইসাইকেল আরোহী আলেক মন্ডল একই গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই শারমিন খাতুন জানান, দুপুরে এনামুল হক আরিফ একটি মোটরসাইকেল চালিয়ে গাজির বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা নমাক স্থানে পৌছালে সামনে থেকে আসা একটি বাইসাকলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাদ্রাসা ছাত্র এনামুল ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুতর আহত বাইসাইকেল আরোহী আলেক মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সন্ধার দিকে তার মৃত্যু হয়। একই গ্রামের দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাকড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
৪০ পিচ সোনার বারসহ পাচারকারী আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০ পিচ সোনার বারসহ শওকত আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিকেলে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শওকত আলী মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে। বিজিবি খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল অভিযান চালায়। এসময় জুলুলি যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় শওকত আলীকে আটক করে। তার দেহ তল্লাশী করে ৪ কেজি ৬’শ ৫৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ী উপহার
ঝিনাইদহ :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের উত্তর কাস্টসাগরা মঠবাড়িতে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ী উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মঠবাড়ি মন্দির প্রাঙ্গণে কালিচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ শাড়ী উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, কালিচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, যুবলীগ নেতা তুহিন বিশ্বাসসহ অন্যান্যরা। এসময় ওই এলাকার নানা শ্রেণী পেশার শতাধিক নারীদের মাঝে পূজা উপলক্ষে শাড়ী উপহার দেওয়া হয়। পূজা উপলক্ষে শাড়ী উপহার পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষগুলো।