রবিবার ● ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতে হবে : সাইফুল হক
ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতে হবে : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির কারণে দেশের শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী মেহনতী মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে।খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে শ্রমিক পরিবারসমূহের খাদ্য গ্রহণ কমে গেছে, এতে তাদের মধ্যে পুষ্টিহীনতা দেখা দিয়েছে। তিনি বর্তমান বাজারদর অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
তিনি বলেন, শ্রমিকদের বাঁচার মত উপযুক্ত মজুরি একধরনের বিনিয়োগ। এই মানবিক বিনিয়োগ কমে গেলে উৎপাদনদশীলতাও কমে যায়।তিনি বলেন, শ্রমিকরা বাঁচার দাবিতে আন্দোলন করে, কোন ষড়যন্ত্র করে না।তিনি দাবি ও অধিকার আদায়ে শ্রমিকদের শক্তিশালী সংগঠন ও আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
নারায়ণগঞ্জের নরসিংহপুরে বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
গারমেন্টস শ্রমিক সংহতির নেতা মোহাম্মদ আলী সভাপতিত্বে এই সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী,খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির আহবায়ক আবু হাসান টিপু, বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আঞ্চলিক কমিটির নেত্রী সেলিনা আখতার প্রমুখ।