শিরোনাম:
●   কাউখালীতে আজিমুশশান সুন্নী সম্মেলন ●   রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে ●   ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   শিক্ষকদের গবেষণা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে : চুয়েট ভিসি ●   রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ ●   রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ●   রংধনু ক্লাবের সম্মাননা পেলো সংবাদ কর্মী আকতার হোসেন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ●   গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ●   পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ●   মিরসরাইয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা খুন : স্থানীয় নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করলো তদন্ত কমিটি ●   অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত ●   চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ●   কাশখালী রশিদিয়া তা’লীমুল কুরআন একাডেমীতে বার্ষিক মাহফিল সম্পন্ন ●   পানছড়িতে সন্ত্রাসীদের দ্বারা ৩জন হামলার শিকার ●   আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ ●   ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ ●   দুবাইয়ে সংবর্ধিত হলেন জিয়া উদ্দিন ●   বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দেখা যাচ্ছেনা : সাইফুল হক ●   মিরসরাইয়ে ১৯ তম বিজ্লী গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ●   রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি ●   আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৫ ●   রাঙামাটির বাঘাইছড়িতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা ●   হালদা নদীতে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস ●   ঈশ্বরগঞ্জে মশক ও জলবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন
রাঙামাটি, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মাদকসহ আটক হলেন কৃষক দলের সদস্য সচিব
প্রথম পাতা » খুলনা বিভাগ » মাদকসহ আটক হলেন কৃষক দলের সদস্য সচিব
বুধবার ● ৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদকসহ আটক হলেন কৃষক দলের সদস্য সচিব

ছবি : সংবাদ সংক্রান্ত মো জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি  :: ঝিনাইদহের কালীগঞ্জে সদ্য ঘোষিত পৌর কৃষক দলের কমিটিতে ইয়ানুর হোসেন নামে র‌্যাবের হাতে আটক এক মাদক ব্যবসায়ীকে সদস্য সচিব করা হয়েছে। এ নিয়ে শহরজুড়ে চলছে সমালোচনা। শনিবার রাতে ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা ও সদস্য সচিব লাভলুর রহমান বাবলুর স্বাক্ষরিত দলীয় প্যাডে কালীগঞ্জ উপজেলা ও পৌর কৃষক দলের পৃথক দুটি কমিটি ঘোষণা করেন। কমিটিতে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ী ও দলের কোন কর্মসূচিতে অংশগ্রহণ না করা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ত্যাগী নেতাকর্মীরা। চরম ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। জানা গেছে, ২০২০ সালের ১৮ অক্টোবর কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকের আটক করে র‌্যাব-৬। এরমধ্যে কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মৃত ফকির আহমেদের ছেলে ইয়ানুর হোসেন ও জীবননগর এলাকার মৃত নওশের আলীর ছেলে মিকাইল হোসেন। এ সময় তাদের কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। কৃষকদলের একাধিক নেতাকর্মীরা জানায়, উপজেলা কৃষকদের কমিটিতে আহবায়ক করা হয়েছে ৭০ বছর বয়সী আনছার আলীকে। এছাড়াও পৌর কৃষকদের আহবায়ক তারিকুল ইসলাম তারিক এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এছাড়াও কমিটিতে স্থান পাওয়া অধিকাংশ ব্যক্তিদের চিনতে পারছেন না নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে কালীগঞ্জ উপজেলা বিএনপির এক যুগ্ম আহবায়ক জানান, শনিবার রাতে উপজেলা ও পৌর কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। দুটি কমিটিতে র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতরা স্থান পে্েয়ছে। এছাড়াও পদ পাওয়া অধিকাংশ ব্যক্তিদের তিনি চিনতে পারছেন না। এ ব্যাপারে ইয়ানুর হোসেন জানান, তিনি ঘোষিত কালীগঞ্জ পৌর কৃষকদলের নতুন কমিটির সদস্য সচিব। ২০২০ সালের ১৮ অক্টোবর র‌্যাবের হাতে ফেনসিডিলসহ আটকের বিষয়ে তিনি বলেন, ওটা মিথ্যা অভিযোগ। ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা জানান, কালীগঞ্জ পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর যে মাদক ব্যবসায়ী সেটি তিনি জানতেন না।

স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার
ঝিনাইদহ :: নতুন বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গৃহবধূ সোনিয়া খাতুন (২২) খুন হন। এ ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে পলাতক স্বামী রুবেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদী পৌর এলাকার বাবুপাড়ার এক বাসা থেকে গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোনিয়া ফরিদপুর জেলার বিলবাড়ি গ্রামের মজিবর রহমানের মেয়ে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামের মো. রুবেল হোসেনের স্ত্রী। তারা ঈশ্বরদীর বাবুপাড়ার একটি বাসা ভাড়া নেন। নিহত সোনিয়া ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। হত্যাকা-ের পর ঝিনাইদহ জেলার মহেশপুর রুবেলের গ্রামের বাড়ি থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বাড়ির মালিক একরাম আলী বুদু বলেন, বুধবার দুপুরে স্বামী-স্ত্রীসহ স্বজনরা এসে দ্বিতীয় তলার একটি ফ্লাট ভাড়া নেয়। রাতে রান্না করে খাওয়া দাওয়া করেছে তারা। সকাল ৮টার দিকে বাসার দরজা খোলা দেখে ভিতরে ঢুকে দেখতে পাই সোনিয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় তার পরনে বোরকা ছিল। গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের খালাতো বোন নারগিস খাতুন জানান, সোনিয়া তাকে ফোনে জানিয়েছে তার স্বামী রুবেল সৌদি আরব থেকে এসেছে। রুবেল আসার পর বুধবার দুপুরে তারা বাবুপাড়ায় বাসা ভাড়া নেন। বৃহস্পতিবার সকাল ৯টায় একজন ফোনে সোনিয়ার মৃত্যুর খবর জানায়। রুবেল-সোনিয়া দম্পতির হামিম নামে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তাকে নিয়ে রুবেল পলাতক হয়েছিল। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাবনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার জানান, সোনিয়া খাতুনের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করেছে।

১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা পেল নতুন পরিষদ
ঝিনাইদহ :: ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৩ই অক্টোবর সোমবার দুপুরে পৌর মিলনাতায়নে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম সকল দায়িত্ব বুঝে দেন। এসময় নব-নির্বাচিত মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল খুলনা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে নব-নির্বাচিত প্রতনিধিরা শপথ গ্রহন করেন। উল্লেখ্য-মামলা জটিলতায় স্থগিত থাকা ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ সেপ্টেম্বর। এরআগে চলতি বছরের ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৪ মাস নির্বাচন বন্ধ থাকার পর আপিল বিভাগের রায়ে সব আইনী জটিলতার অবসান হয় এবং আদালতের আদেশ মোতাবেক নতুন করে গত ১১ সেপ্টেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। এনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল মেয়র নির্বাচিত হন।

ভুল করে পটাশিয়াম যুক্ত পানি খেয়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু
ঝিনাইদহ :: টেবিলের পাশে রাখা বোতলে রাখা পানি ভেবে স্বর্ন গলানো পানি (পটাশিয়াম মিশ্রিত পানি) খেয়ে অকালেই পৃথীবি ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন শুভজিৎ গাঙ্গুলী (৩০)। এ ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর বাজারের নিজ দোকানে জানা গেছে, শুভজিৎ গাঙ্গুলী এক পুত্র সন্তানের জনক ও ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বারুইপাড়া এলাকার সন্তোষ গাঙ্গুলীর ছেলে। জুয়েলারী মালিক সমিতির সভাপতি বনোমালী কর্মকার জানান, নিজ দোকানে বসে বালার নকশার কাজ করা অবস্থায় টেবিলের পাশে পানির বোতল ও স্বর্ন গলানো পানির (পটাশিয়াম) বোতল ছিল পাশাপাশি। কিন্তু সে ভুলে পানির বোতল মনে করে স্বর্ন গলানো পানি খেয়ে ফেলে। তিনি আরো জানান, সাথে সাথে তাকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভজিৎ গাঙ্গুলীকে মৃত ঘোষনা করেন। এঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিশু ধর্ষণের চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় প্রথম শ্রেণীতে পড়ুয়া দশ (১০) বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় মামলা করেছে ভুক্তভোগীর অভিভাবক। হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা গেছে হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শীতলি গ্রামের আক্কাস আলী মন্ডলের ছেলে নায়েব আলী মন্ডল (৬০) রবিবার দুপুর আনুমানিক ১২টায় প্রতিবেশী (স্কুল পাড়ার) প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যাকে ফুসলিয়ে পার্শবর্তী মতিয়ার রহমানের নির্মানাধীন বাড়ীতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালিয়ে ধর্ষণ করে। দুপুরের পরপরই বিষয়টি ভুক্তভোগী কন্যা প্রথমে খেলার সাথিদের পরে বাড়ীতে এসে অভিভাবকদের জানলে তারা ধর্ষক নায়েব আলীর খোজনেয় এবং পুলিশে খবরদিলে ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে এসআই মহাসিন অভিজান পরিচালোনা করে আসামী নায়েব আলীকে আটক করে। এঘটনায় ভুক্তভোগীর অভিভাবক থানয় নায়েব আলীকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে।যার নং ০২ তারিখ ০২/১০/২০২২ইং পেরে বিকালে শুিশুকন্যার ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সুত্র জানিয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)