শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দীঘি থেকে লাশ উদ্ধার
মিরসরাইয়ে দীঘি থেকে লাশ উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে মৎস্য প্রকল্পের দিঘী থেকে বেলাল হোসেন (৪৫) নামে একজন কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওচমানপুর গ্রামের ওয়ারেত উল্ল্যাহ মিস্ত্রি বাড়ীর আবদুল ওহাবের পুত্র ও ২ সন্তানের জনক। বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের জামশেদ আলমের দিঘী থেকে রাত ৮ টার দিকে বেলাল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের জামশেদ আলমের দিঘীতে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন বেলাল হোসেন। সে ১২ দিন পূর্বে ওই দিঘীতে কর্মচারী হিসেবে যোগ দেন। বৃহস্পতিবার বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে দিঘীতে জাল ফেললে রাত ৮ টার দিকে তার লাশ উঠে আসে।
ওচমানপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলা উদ্দিন জানান, বেলাল হোসেন আমার চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন যাবত দিঘীতে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। ১২ দিন আগে জামশেদের প্রকল্পে যোগ দেয়। তিনি কয়েকদিন যাবত জ্বরাক্রান্ত। বৃহস্পতিবার বিকেল থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে যে দিঘীতে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিল ওই দিঘীর পাড়ের এক স্থানে উনি যেই দা দিয়ে কাজ করতো ওই দা এর পাশে দিঘীতে জাল ফেললে তার লাশ ভেসে উঠে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহুরী প্রজেক্ট এলাকায় জামশেদের মাছের প্রকল্প থেকে বেলাল হোসেন নামে একজন মৎস্য শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন যাবৎ সে অসুস্থতায় ভুগছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপরে দা রেখে কাজ করার সময় অচেতন হয়ে দিঘীতে পড়ে গেলে আর উঠতে না পারার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।