শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরি
মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরি
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই সময় চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়।
শুক্রবার (৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মান্দার বাড়ীয়া, পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামের দৌলত ভূইয়া বাড়ির সৌদি আরব প্রবাসী আতিকুর রহমান প্রকাশ নিশাদের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।
এবিষয়ে গৃহবধূ সালমা আক্তার বাদী হয়ে মিরসরাই থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
গৃহবধূ সালমা আক্তার জানান, রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ভোর ৫ টার দিকে ফজরের নামাজের জন্য উঠে দেখি ঘরের দরজা খোলা ও আলমারির দরজার লক ভেঙে চোরেরা নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও কিছু কাপড়চোপড় চুরি করে নিয়ে যায় এবং সবকিছু এলোমেলো করে রাখে।
স্থানীয় ইউপি সদস্য সলিম উদ্দিন উক্ত চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেন।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, মিরসরাই সদর ইউনিয়নের মান্দার বাড়ীয়া, পূর্ব কিছমত জাফরাবাদ, দৌলত ভূইয়া বাড়ির প্রবাসী নিশাদের ঘরে চুরির ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছে। এবিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।