শনিবার ● ৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » জোরারগঞ্জে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
জোরারগঞ্জে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের জোরারগঞ্জে আল আকসা জামে মসজিদের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড়স্থ আল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ঈমন।
ধর্মীয় আলোচনা পেশ করেন ছুঁটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদি, মধ্যম সোনাপাহাড় হাবিবুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা ইয়াছিন আরাফাত, নতুন বাজার জামে মসজিদের খতিব মাওলানা আলী হাসান, চৌধুরী হাট জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন, বিএসআরএম গেইট হাজী গণি আহমেদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইরফান উদ্দিন।
মাহফিল কমিটির সদস্যরা হলেন, দিদারুল আলম, গোলাম রাব্বানী, মোঃ মোস্তফা, মোঃ আনোয়ার, জহুরুল হক, নিজাম উদ্দিন, নুরুল আবছার, আহমেদ সোবহান।
উল্লেখ্য, স্থানীয় বাসিন্দা মরহুম ফতেহ আলীর ওয়ারীসগণ আল আকসা জামে মসজিদের জন্য জায়গা ওয়াকফ করে দেন। মসজিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিকের অনুদান ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে গৃহীত অনুদান নিয়ে ২০২১সালের ১৯ ফেব্রুয়ারী আল আকসা জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন হয়ে আইয়ুব খান দুলালের তত্ত্বাবধানে ২০২২ সালের ১৮ মার্চ কাজ শেষ হয়।
মসজিদের মোতোয়ালি গোলাম রব্বানী বলেন, মুসল্লীদের স্থান সংকুলান না হওয়ায় বর্তমানে দ্বোতলা ভবনের কাজ চলমান রয়েছে। সেক্ষেত্রে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সহযোগিতা কামনা করেন সেই সাথে বিএসআরএম গেইট থেকে আরফান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই সড়কের সংস্কার ও মসজিদ প্রাঙ্গণে ড্রেনেজ ব্যবস্থা (পয়ঃনিস্কাশন ব্যবস্থা) নেওয়া দরকার বলে জানান।
বারইয়াহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী’র আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।