রবিবার ● ৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ঢাকা » ছাত্রলীগের হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের সদস্যদের গ্রেফতার ঘটনায় নিন্দা
ছাত্রলীগের হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের সদস্যদের গ্রেফতার ঘটনায় নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বুয়েটের ছাত্র শহীদ আবরার ফাহাদের স্মরণসভার অনুষ্ঠানে গতকাল ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের গ্রেফতার ও আজ ২৪ জনকে জেলে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন আইন আদালত যদি হামলাকারীদের পরিবর্তে আক্রান্তদের গ্রেফতার ও জেলে পাঠায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ও আইন আদালতের প্রতি জনআস্থার কিছুই আর অবশিষ্ট থাকবে না।
তিনি বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদের স্মরণসভায় বিনা উসকানিতে ছাত্রলীগের হামলা, ছাত্র অধিকার পরিষদের কর্মীদের আহত করা, চিকিৎসাধীন ছাত্রদের উপর আবারও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা এবং উল্টো ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা ও আজ তাদেরকে মুক্তি না দিয়ে জেলে প্রেরণ প্রমান করে দেশ এক ধরনের মগের মুল্লুকে পরিনত হয়েছে; সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় মদদ দেয়া হচ্ছে। সরকার ও সরকারি দলের নির্দেশনায় সব কিছু পরিচালিত হচ্ছে।
তিনি ক্ষোভের সাথে বলেন, ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানকে চরদখলের মত দখল করে পুলিশী ছত্রছায়ায় যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছে তা এক নজিরবিহীন নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দাবি করেন। একইসাথে তিনি ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।