রবিবার ● ৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন
খাগড়াছড়িতে সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন
খাগড়াছড়ি প্রতিনিধি :: আগামী ৩১অক্টোবর’২২ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ’র (শান্তি পরিবহন) নির্বাচন।
ব্যালেটের মাধ্যমে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৪১ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ’র নারিকেল বাগানস্থ প্রধান কার্যালয়ে নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সারাদেশে ছড়িয়ে পড়া পাহাড়ের ঐহিত্যবাহী এ পরিবহন সেক্টরের আগামীর নেতৃত্ব বাছাই হবে এ নির্বাচনে।
সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম-সাধারন সম্পাদক, সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, ৩জন লাইন নিয়ন্ত্রক, দপ্তর সম্পাদক ও ৪জন কার্যকরী পরিষদ সদস্য ব্যালট যুদ্ধে অংশগ্রহন করতে যাচ্ছেন।
সভাপতি পদে মো: আবুল কাশেম ভূঁইয়া, রণ বিক্রম ত্রিপুরা ও হেদায়েত আলী তালুকদার প্রার্থীতা ঘোষণা করেছেন। সাধারন সম্পাদক পদে মোহাম্মদ হোসেন, বিশ্বজিত রায় দাশ, নুরুন নবী, হাজী খলিলুর রহমান খোকন প্রমুখ প্রার্থীতা ঘোষণা করেছেন। সহ-সভাপতি পদে-হাজী আবু তৈয়ব, হাজী এএমএম জিয়া উদ্দিন ও আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক পদে আবদুল লতিফ, এস.এম ইউছুফ আলী ও মো: ওয়াইজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক পদে-আবু তাহের, বিমল দেবনাথ, কোষাধ্যক্ষ পদে-সুভাষ দাশ ও বাবুল কান্তি দেব, সাংগঠনিক সম্পাদক পদে-মো. রোকন উদ্দিন,মো. হানিফ, সুমন চন্দ্র নাথ, লাইন নিয়ন্ত্রক পদে শেখ হারুন অর রশিদ, মো. নাছির উদ্দিন, কামাল হোসেন, সাইদুল ইসলাম, সজল দাশ, আশীষ বরন রায়, দপ্তর সম্পাদক পদে-অনন্ত বিহারী চাকমা ও সিরাজুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মো. নুরুল ইসলাম, রঞ্জন বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিক, মো. নুর হোসেন, মো. ইউনুছ ও মো. হানিফ প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনী তফসীল ঘোষনার পর সংগঠনটির সংঘবিধি এবং ১৯৯৪সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশ এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ৩১অক্টোবর’২২ কার্যকরী পরিষদের নির্বাচনে জন্য ১০আগস্ট সিদ্ধান্ত হয়। এই নির্বাচনী কার্যক্রমে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করবেন হাজী আবুল হাসেম। এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে থাকবেন
আশীষ ভট্টাচার্য্য ও মৃদুল কান্তি বড়ুয়া।