মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » গাজিপুর » শ্রমজীবী নারীদের জীবন আজ বিপন্ন : বহ্নিশিখা জামালী
শ্রমজীবী নারীদের জীবন আজ বিপন্ন : বহ্নিশিখা জামালী
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেছেন, দেশের শ্রমজীবী নারীদের জীবন আজ সবচেয়ে বিপন্ন ও অসহায়। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে পরিবারের নারীরা আজ সবচেয়ে বিপর্যস্ত।করোনা মহামারী ও অর্থনৈতিক সংকটে দুই কোটির বেশী নারী দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে।শ্রমজীবী - কর্মজীবী নারীদের জন্য সংসার চালিয়ে টিকে থাকায় এখন কঠিন।
করোনাদূর্যোগে শ্রমজীবী নারীরা যেমন কোন প্রনোদনা পায়নি,তেমনি এখনও এই কোটি পরিবারের কোন খাদ্য সহায়তা বা আর্থিক সহযোগিতা নেই।তিনি শ্রমজীবী মেহনতী পরিবারসমূহের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার আহবান জানান। একইসাথে তিনি গার্মেন্টস শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি, মহার্ঘ ভাতা চালু,কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, এদেশের নারীরা শ্রেণী ও পুরুষতান্ত্রিক দ্বিবিধ শোষণ - নিপীড়নের শিকার।শোশণ - নিপীড়নের এই জোয়াল ভেংগে নিজেদের নিজেদের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে সংগঠিত আন্দোলন জোরদার করার ডাক দেন।
আজ সকালে আশুলিয়ার বাইপাইলে শ্রমজীবী নারী মৈত্রীর ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
তিনি আগামী ২৮ অক্টোবর শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কাউন্সিল সফল করারও
আহবান জানান।
নারীনেত্রী তানিয়া আকতার লিমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন জোগমায়া রুনি, উর্নিমা রানী,মোছাম্মাত ফাহিমা,লাভলী আকতার,মাছুমা আকতার,রোজিনা আকতার, পলি বেগম, রুমা খাতুন, নূরজাহান বেগম প্রমুখ।
সভায় যোগমায়া রুনিকে আহবায়ক ও তানিয়া আকতারকে সদস্যসচিব ১৫ সদস্য বিশিষ্ট সংগঠনের ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।