মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় নিখোঁজের ৪দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাটিরাঙ্গায় নিখোঁজের ৪দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে মেয়ের জামাই বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের ৪দিন পর পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রেহানা বেগম(৬০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তবলছড়ি ইউপি’র গৌরাঙ্গাপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেহানা বেগম পানছড়ির লোগাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফাতেমা নগরের বাসিন্দা বাচ্চু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ অক্টোবর) স্বামীসহ রেহানা বেগম মাটিরাঙ্গার তবলছড়ির গৌরাঙ্গাপাড়ায় মেয়ে নাসিমা বেগমের বাড়িতে বেড়াতে আসে। এর ২দিন পরে বুধবার (১২ অক্টোবর) বিকেলে গৌরাঙ্গপাড়ার ইদ্রিস সর্দারপাড়ায় খালাতো ভাই মো. শিশু মিয়ার বাড়িতে বেড়াতে যায় তারা। রাতে শিশু মিয়ার বাড়িতে থাকলেও এরপর থেকেই আর খুঁজে পাওয়া যায়নি রেহানা বেগমকে।
নিখোঁজের ৪দিন পর সোমবার(১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ফিরোজা বেগম নামে স্থানীয় এক মহিলা গরু খুঁজতে গিয়ে শিশু মিয়ার বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা লাশ সনাক্ত করে।
পরে পুকুর পাড়ে রেহানা বেগমের দুর্গন্ধময় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার শেষে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পানছড়িতে সাজাপ্রাপ্ত আসামী আটক
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী পানছড়িতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেনক(২৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার(১৭ অক্টোবর) সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে
পানছড়ি থানার ওসি আনচারুল করিমের দিক নির্দেশনায় ও এ এস আই কামরুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ৩নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছনটিলা গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা মো. শহিদুল্লাহ’র ছেলেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০১৭সালের ১৯সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩২৩/৩৪ ধারায় পেনাল কোডে সে ১বছরের সাজা প্রাপ্ত আসামী ছিলো।
পানছড়ি থানায় মামলা নম্বর-৫।
সে এতোদিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো।
পানছড়ি থানার ওসি আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের মাধ্যমে আত্মগোপনে থাকা আসামী আবুল হোসেনকে গ্রেফতার করি। তাকে বিধি অনুযায়ী কোর্টে প্রেরণ করা হবে।