সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে সাড়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণে উদ্ধার ২ অপহৃত
আলীকদমে সাড়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণে উদ্ধার ২ অপহৃত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: গত ৪ অক্টোবর আলীকদম উপজেলার ৪ নং কুরুপ পাতা ইউনিয়নের কচ্ছফিয়ার মূখ এলাকা থেকে দুই ব্যবসায়ীকে সাড়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধারকৃতরা হলেন চকরিয়া উপজেলার ভাঙ্গার মূখ এলাকার মাশুক আহামদ এর ছেলে মোহাম্মদ আলী (৪০) ও মৃত নুর মোহাম্মদ এর ছেলে সাইফুল ইসলাম (৩৫)৷ সোমবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদ আলী ও সাইফুলকে উদ্ধার করে ট্রলার যোগে আলীকদম নিয়ে আসা হয় ৷
উদ্ধার করতে যাওয়া আলীকদম উপজেলার রঞ্জিত মহাজন এর ছেলে রুবেল (৩৫) জানান, আলীকদম থেকে স্প্রিট বোট যোগে কুরুপ পাতার পোয়া কান্তি এলাকা থেকে নগদ তিন লক্ষ টাকা দিয়ে অপহৃতদের উদ্ধার করে এনেছি এবং অপহৃতদের কাছে থাকা পঞ্চাশ হাজার টাকাও তারা নিয়ে নিয়েছে ৷ অপহৃতদের উদ্ধার অভিযানে সামরিক অভিযানের কথা জানতে চাইলে রুবেল বলেন, আমরা সেখানে কোন পুলিশ বা আর্মি দেখিনি ৷ টাকার যোগাড় করতে না পেরে আমরা চাঁদা তুলে তাদেরকে উদ্ধার করেছি ৷
অন্যদিকে আলীকদম থানা ওসি অপ্পেলা রাজু নাহা জানান, আমাদের চেষ্টা অব্যাহত ছিল ৷ যদিও স্থানীয় লোকজনই তাদেরকে উদ্ধার করেছে ৷ কিন্তু সামরিক অভিযান অব্যাহত না থাকলে তাদেরকে উদ্ধার করা সম্ভব হতনা ৷ মুক্তিপণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উদ্ধার হয়েছি ঠিক কিন্তু মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা তা আমি জানিনা ৷ অপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৭ মিঃ