শুক্রবার ● ১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বিশ্বনাথে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেছেন, দারিদ্রতা কখনও শিক্ষাগ্রহণ আটকাতে পারে না ৷ তাই নিজের ভবিষ্যত্ প্লান ঠিক করে শিক্ষার্থীদেরকে শিক্ষার্জন করতে হবে ৷ শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জন করতে হবে নিজের উদ্যোগেই৷ জ্ঞান ও অর্থের সমন্বয়ে সমাজের সার্থকতা আসে ৷ আর সমাজকে বদলাতে হলে শিক্ষার আলো ও জ্ঞান অর্জনের বিকল্প নেই৷ তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে সব সময় বড় স্বপ্ন দেখতে হবে ৷ আর সেই স্বপ্ন স্থির রেখে সেই পথে এগিয়ে গেলে একদিন স্বপ্ন অবশ্যই পূরণ হবে ৷ তবে শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত (লুকিয়ে) থাকা মেধাকে কাজে লাগাতে অভিভাবক ও শিক্ষকদেরকেই পালন করতে হবে গূরুত্বপূর্ন ভূমিকা ৷
তিনি বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র ৩৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ৷ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. জসিম উদ্দিন আহমদ ৷ সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দেওকলস দ্বিপাৰিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র ছাত্রী হাফছা বেগম, মানপত্র পাঠ করেন রেবিন আহমদ রনি ও স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল আবদুল মুকিদ ৷
দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ফখরুল আহমদ মতছিন’র সভাপতিত্বে ও শিক্ষক বিল্লাল হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি শেখ নুরুল ইসলাম জিতু, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র দাতা সদস্য ও দেওকলস ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আজম খান, উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এ এইচ এম ফিরুজ আলী, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র পরিচালনা কমিটির সদস্য নজিব আহমদ ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র প্রতিষ্ঠাতা সদস্য হাজী মদরিছ আলী, দাতা সদস্য জিতুর রহমান, আবদুল গণি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের প্রমুখ ৷