সোমবার ● ২১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে বৃদ্ধার দোচালা ঘরটি পুড়ে আঙ্গার
ঝালকাঠিতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে বৃদ্ধার দোচালা ঘরটি পুড়ে আঙ্গার
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার ৬নং বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের আঃ কুদ্দুস তালুকদার নামে এক অসহায় বৃদ্ধার বসত ঘরটি বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে বৃদ্ধার একমাত্র থাকার অবলম্বন দোচালা ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। গত ১৯ নভেম্বর শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
তবে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে যে, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল কুদ্দুস তালুকদার বলেন,আমি প্রতিদিনের ন্যায় দুপুরে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুনের শব্দ কানে বাজে। পরে উঠে দেখি ঘরের মধ্যে আগুন জ্বলছে। ডাক-চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে আগুন দেখে ঝালকাঠি ফায়ার-সার্ভিসকে ফোন করে।
ফায়ার সার্ভিস এসে ২ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরটি রক্ষা করতে পারেনি। কিন্তু অসহায় বৃদ্ধার সর্বস্ব পুরে আঙ্গার হয়ে গেছে। কান্না কন্ঠে আরো জানায়,ঘরের মধ্যে থাকা জিনিশপত্র কাপড়চোপড় সহ তার প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। পরিবারে বৃদ্ধা বাবার একমাত্র ছেলে কলেজে পরে রায়হান তালুকদার। পরিবারটি এখন সর্বশান্ত হয়ে সার্বিক সহযোগিতার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছে।
ঝালকাঠি ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার জানিয়েছেন,খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য সর্বস্ব চেষ্টা করেন ও আগুন জ¦লার সাথে সাথে ঘরটি পুড়ে গেছে।
এ ঘটনায় বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মেম্বার ফোরামের সভাপতি মো.মনিরুজ্জামান মনির ঘটনাস্থলে দেখতে যান ও অসহায় বৃদ্ধাকে সরকারী সহায়তার জন্য সহযোগিতার আশ্বাস দেন ও এলাকার বিত্তবানদের কাছে অনুরোধ করেন উক্ত অসহায় বৃদ্ধাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।