শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » মিরসরাইয়ে মাড়াইয়ের জন্য রাখা ধানে অগ্নিকাণ্ড
মিরসরাইয়ে মাড়াইয়ের জন্য রাখা ধানে অগ্নিকাণ্ড
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে মাঠ থেকে সংগৃহীত ধানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ৩০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক এগারোটা দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আজমনগর (ধুমঘাট) রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তার পাশে মাড়াইয়ের জন্য রাখা ধানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
একই এলাকার মনিন্দ্র চৌকিদার বাড়ির স্বদেশ কুমার দাসের স্ত্রী ক্ষতিগ্রস্ত শিল্পী রাণী দাস (৪৫) জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক এগারোটা দিকে মাড়াইয়ের জন্য রাখা ধানের স্তুপে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর রাত তিনটার দিকে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে ১০ গন্ডা জমির সম্পূর্ণ ধান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪০ হাজার টাকার ধান পুড়ে যায় বলে জানান শিল্পী রাণী দাস।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এবিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর ধুমঘাট রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তার পাশে মাড়াইয়ের জন্য রাখা ধানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।