শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় রাউজানে বখাটে আটক
শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় রাউজানে বখাটে আটক
আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে স্কুল থেকে যাওয়ার সময় এক শিশু শিক্ষার্থীকে আটক করে ধর্ষণের প্রচেষ্টা করেন বখাটে সাইফু উদ্দিন (১৯) এসময় এলাকার লোকজন দুর থেকে এই ঘটনা দেখতে পেয়ে বখাটে সাইফু উদ্দিনকে আটক করে রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করেন। গত (২৯ নভেম্বর) মঙ্গলবার বিকালে এ ঘটনা সংগঠিত হয় উপজেলা সদর এলাকার শহীদ জাফর সড়কে। এই ঘটনায় শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। বখাটে সাইফু উদ্দিন রাউজানের ডাবুয়া ইউনিয়নের হাসান খীল আরব নগর এলাকার আবদুল বাছেরের পুত্র। ঘটনার বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, বখাটে কিশোর সাইফু উদ্দিনের বিরুদ্বে রাউজান থানায় ধর্ষন প্রচেষ্টায় মামলা রুজু করা হয়েছে। (৩০ নভেম্বর) বুধবার সকালে বখাটে সাইফু উদ্দিনকে আদালতে সোর্পদ করা হয়।
রাউজানে ডাকাত দলের সদস্য এমরান গ্রেপ্তার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত মো: এমরান (৩২) নামে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। (৩০-নভেম্বর) বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। র্যাব জানায়, গত মঙ্গলবার বিকেলে র্যাবের একটি দল এমরানকে চট্টগ্রাম নগরীর পাঁচালাইশ থেকে গ্রেপ্তার করেন। এরপর তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ডাকাত দলের সদস্য এমরান রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের হাজী মনির আহমদের বাড়ির আবু তাহেরের পুত্র।
রাউজানে ব্যবসায়ীর আত্মহত্যা
রাউজান :: চট্টগ্রামের রাউজানে স্বপন চন্দ্র নাথ প্রকাশ ঝন্টু (৪৫) নামে এক পান সুপারী ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (৩০ নভেম্বর) বুধবার বিকেল সাড়ে ৩টায় রাউজান পৌরসভার জলিল নগর কাচাঁ বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরের পেছনের একটি মার্কেটের দ্বিতীয় তলা থেকে এঙ্গেলের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাউজান সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বজেন্দ্র কবিরাজের ছেলে ও জলিল নগরের থানা রোর্ডের পাশে আহমদ উল্লাহ মাইজভান্ডারি স্টোর নামক পান, সুপারি ও জর্দা বিক্রয়কারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। জানা যায়, তিনি প্রতিদিনের মতো দোকানে যাওয়ার কথা বলে বুধবার সকাল ৭টায় ঘর থেকে বের হন। সকালে দোকান খুলেননি, দুপুরের খাবার খেতে না যাওয়ার পরিবারের সদস্যরা খবর নিতে তার দোকানে গেলে দোকানের উপরের তলায় ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তার ভাই জিসু দেব নাথ বলেন, ড্রামের উপর লোহার মোড়ার উপর দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছিনা। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে বের হলেও বুধবার মোটরসাইকেল ঘরে রেখে বের হন। পারিবারিক কোনো অশান্তি নেই জানিয়ে তিনি বলেন, এক ছেলে দুই মেয়ে সন্তানের মধ্যে এক মেয়েকে বিয়ে দিয়েছেন। এই ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি৷ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার মৃত্যুতে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। সবাই বলছিলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি জলিল নগর থানা রোডের পাশে ভাসমান পান বিক্রি করতেন। পরে দোকান ভাড়া নিয়ে আহমদ উল্লাহ মাইজভান্ডারি স্টোর নামক পান, শুপারি ও জর্দা বিক্রয়কারী প্রতিষ্ঠানে ব্যবসা করতেন।