বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » বিএনপি কার্যালয়ে পুলিশের হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বিএনপি কার্যালয়ে পুলিশের হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক গতকাল এক বিবৃতিতে দুপুড়ে বিএনপি কার্যালয়ে পুলিশের হামলায় দুইজন নিহত ও শতাধিক নেতা কর্মী আহত এবং বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এনি, খন্দকার আবু আশফাক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার যে জনণনকে ভয় পেয়েছে মুলত সে ভয় থেকেই জনগণের শান্তিপূর্ণ সমাবেশ পন্ড করতে ভয়ভীতি দেখানোর জন্য এই হামলা ও গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে । সমাবেশের তিন দিন আগেই এই হামলায় যে হতাহতের ঘটনার জন্মদিল তার পুরো দায় দায়িত্ব এই সরকার ও তার পুলিশ বাহিনীকেই নিতে হবে।
তিনি আরো বলেন, সভা সমাবেশ করতে বাঁধা দিয়ে, হামলা আক্রমণ করে, জনগণের গণ দাবির বিরুদ্ধে দারিয়ে অতীতে কোন স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই সরকার ও পারবে না। তিনি এই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিদায় দিতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহবান ।
পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে বিএনপি কার্যালয়ের সামনে সংহতি জানাতে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দকে বিএনপির কার্যালয়ে যেতে বাঁধা প্রদানের জন্য ও তীব্র নিন্দা জানান।