মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » বেলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কাউন্সিল সম্পন্ন
বেলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কাউন্সিল সম্পন্ন
মাটিরাঙ্গা প্রতিনিধি ::খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়িতে দিনভর নেতা-কর্মীদের উত্সাহ,উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে বেলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল’২০১৫
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম খন্দকারসহ উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দের সহায়তায় বেলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্ব তৈরির নির্বাচনী ভোট গ্রহন করা হয়৷
৫ অক্টোবর বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া দলীয় কার্যালয়ে বেলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগ ত্রি-বার্ষীক কাউন্সিলের ২য় অধিবেশনে বেলা ১ট থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠান চলে৷ বেলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো.আমির হোসেনের সভাপতিত্ব আর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. সোলায়মান বাদশার উপস্থাপনায় উক্ত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক৷
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি বলেন,২০০১ সালের ১ অক্টোবর আওয়ামী পরিবারের উপর বিএনপি যে নির্মম নির্যাতন করেছে তা ছিল অত্যনত্ম নির্মম ও অমানবিক৷ সেদিন আওয়ামীলীগের কোন নেতা কর্মীকে তারা বাড়িতে থাকতে না দিলেও আওয়ামীলীগরা তাদের মত রাজনৈতিক আচরণ করেনি৷ তিনি শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেন, যতৰন পর্যন্ত এই এলাকার আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলা না হবে, ততক্ষন পর্যন্ত দেশ ও সমাজ কে এগিয়ে নেয়া সম্ভব হবে না উল্লেখ করে বলেন এ জন্য আমরা উপজেলা জুড়ে শিক্ষার উন্নয়নে ব্যপক কর্মসূচি হাতে নিয়েছি৷ এদের মধ্যে মাটিরাংগায় দাখিল পরিৰার সেন্টার, গুইমারা এসএসসি সেন্টার, মাটিরাংগা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসির সেন্টার, মাটিরাংগা ফায়ার সার্ভিস স্টেশন,তবলছড়ি গ্রীন হিল কলেজসহ বেশ কয়েকটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মান উল্লেখ যোগ্য৷
কাউন্সিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাটিরাংগা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সুবাস
চাকমা,ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার৷ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাংগা উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বেলছড়ি ইউপি চেয়ারম্যান ও বেলছড়ি আওয়ামীলীগ সভাপতি মোঃ রহমত উলস্নাহ এবং সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম,উপজেলা যুবলীগ সহ-সভাপতি মোঃ রকিবুল হাসান ও শওকত আকবর৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল অধিবেশন এর প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সরকার, সদস্য মোঃ রেজাউল হক পাটোয়ারী রুবেল,মোঃ আনোয়ার হোসেন ও মোঃ ইউনূছ মিয়া৷
বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম নব নির্বাচিত বেলছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন,কাউন্সিলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য আহবান জানিয়ে কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি মোঃ আমির হোসেন ও সাধারন সম্পাদক মো: আবদুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদিন(হাজারীর) নাম ঘোষনা করেন৷ আপলোড : ৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.৩২ মিঃ