মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » ১০ ডিসেম্বর সরকার ও সরকারি দলের রাজনৈতিক পরাজয় ঘটেছে : সাইফুল হক
১০ ডিসেম্বর সরকার ও সরকারি দলের রাজনৈতিক পরাজয় ঘটেছে : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকার ও সরকারি দলের রাজনৈতিক আত্মবিশ্বাস তলানীতে যেয়ে ঠেকেছে। প্রতিদিন তারা তাদের দেউলিয়াত্ব প্রদর্শন করে চলেছে।বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। নিজের নাক কেটে তারা বিরোধীদের যাত্রাভঙ্গ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ১০ ডিসেম্বর আরও একবার সরকার ও সরকারি দলের রাজনৈতিক পরাজয় ঘটেছে। বিএনপি’র ১০ ডিসেম্বরের সমাবেশ বাঁধাগ্রস্ত করতে তারা যেভাবে তান্ডব চালিয়েছে, হরতাল পরিস্থিতি তৈরী করেছে তা রীতিমতো নজিরবিহীন। কিন্তু তাতে বিরোধীদের সমাবেশে জনস্রোত বন্ধ করা যায়নি।
তিনি বলেন,বিরোধীদের দমন নিপীড়নের পথে সরকার তার অবৈধ ও অনৈতিক ক্ষমতা ধরে রাখতে যেয়ে গোটা দেশকে আজ ভয়ংকর বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। তিনি বলেন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার গঠনে বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ ব্যতিরেকে বিদ্যমান সংকট উত্তরণের কোন অবকাশ নেই।
আজ বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পার্টির কংগ্রেস প্রস্তুতি কমিটির সভায় মিটিং এর সভাপতি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ,অরবিন্দু বেপারি বিন্দু, শেখ মোঃ শিমুল, প্রস্তুতি কমিটির সদস্য শহীদুজ্জামান লাল মিয়া, বাবর চচৌধুরী প্রমুখ।
সভায় আগামী ৬ - ৯ জানুয়ারী ২০২৩ পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি নিয়ে আলোচনা হয় ও কংগ্রেস সফল করার আহবান জানানো হয়।