বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জাতীয় » মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে ধরার চেষ্টা
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে ধরার চেষ্টা
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাড়ি পরিদর্শন শেষে বেরিয়ে আসার সময় বাইরে একদল মানুষ তাকে ঘিরে ধরার চেষ্টা করে।
বুধবার সকালে মি. পিটার হাস ঢাকার শাহীনবাগে অবস্থিত বিএনপির সাবেক নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান।
বিএনপি নেতা সুমন ২০১৩ সাল থেকে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের দাবি হচ্ছে, ২০১৪ সালের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাকে তুলে নিয়ে গেছে।
মার্কিন রাষ্ট্রদূত যখন সেখানে যান তখন বাইরে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিল ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠন।
তিনি যখন সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন ‘মায়ের কান্না’ সংগঠনের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা তাকে ঘিরে একটি স্মারকলিপি দেবার চেষ্টা করে।
এই সংগঠনটির সাথে সরকারের পৃষ্ঠপোষকতা আছে বলে মনে করা হয়।
গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘মায়ের কান্না’ নামের সংগঠনটি কুমিল্লার টাউন হল মাঠে একটি সমাবেশ করে।
সেখানে উপস্থিতি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এবং কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন।
এই সংগঠনের সাথে সম্পৃক্তরা বলছেন, জিয়াউর রহমানের শাসনামলে বিমানবাহিনীতে কর্মরত অবস্থায় তাদের পরিবারের সদস্যদের মিথ্যা অভিযোগে ফাঁসি দেয়া হয়েছিল।
‘মায়ের কান্না’ নামের সংগঠনটি আওয়ামীলীগ সরকার সমর্থীত এবং ‘মায়ের ডাক’ নামের সংগঠনটি বিএনপি সরকার বিরোধী সমর্থীত গুম ও নিখোঁজ হওয়া লোকজনের আত্ময়ী-স্বজনরা পরিচালনা করে থাকেন বলে বিবিসি বাংলার প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে।