শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দিনমজুরের স্ত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তা
বিশ্বনাথে দিনমজুরের স্ত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড়ের বাসিন্দা দিন মজুর আল-আমিনের গর্ভবতী স্ত্রীর চিকিৎসায় নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেছে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চিকিৎসা সহায়তার টাকা প্রদান করেন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের চেয়ারপার্সন ডাক্তার শানুর আলী মামুন, হপপিটালের স্থানীয় কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
চিকিৎসা সহায়তা পেয়ে গর্ভবতী স্ত্রী’র স্বামী আল-আমিন বলেন, আমি কৃতজ্ঞ। এই হসপিটাল থাকায় আমি সহায়তা পেয়েছি। আমি হসপিটালের সাফল্য কামনা করছি। আমার মত আরো মানুষ হসপিটালের সহযোগিতা পাবে। মানুষ উপকার পাবে, উপকৃত হবে।
বিশ্বনাথে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেছেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
গৃহহীন মানুষ আজ প্রধানমন্ত্রীর দেয়া উপহারে মাথা গোজাঁর ঠাই পেয়েছেন। তারা আজ সুখে শান্তিতে বসবাস করছেন। তিনি বলেন, সব মানুষের কিভাবে শান্তিতে থাকবে সেই লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
কুচক্রী মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের এসব ষড়যন্ত্র বাংলার জনগণ রুখে দিয়েছেন, যার ফলে দেশের মানুষ শেখ হাসিনাকে বারবার নির্বাচিত করে দেশ পরিচালনায় দায়িত্ব দিচ্ছেন।
তিনি বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চক কাশিমপুর, পশ্চিম শ্বাসরাম, জীবনপুরসহ উপজেলা বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদউদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লাল মিয়া, আনহার আলী, বিশ্বনাথ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নেছার আহমদ মুজিব, কৃষক ফারুক আহমদ প্রমুখ।