শনিবার ● ১৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে মহান বিজয় দিবস উদযাপন
পানছড়িতে মহান বিজয় দিবস উদযাপন
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: সারা দেশের ন্যায় আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলীয় সংগঠন সাজিয়েছে নানান কর্মসূচি।
১৬ ডিসেম্বর শুক্রবার কর্মসূচির শুরুতেই সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন।পর্যায়ক্রমে পানছড়ি থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,মানবাধিকার কমিশন,উপজেলা,উপজেলা আওয়ামীলীগ,মৎস্যজীবী লীগ,সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন,পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়,মরাটিলা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়,প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি,প্রতিবন্ধী কল্যাণ সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও পানছড়ি থানার ওসি আনচারুল করিম ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
সকাল ১০টা থেকে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিদ্বয় মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মননা তুলে দেন।
বেলা ১২ টার দিকে দিনের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব,সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিকাল পাঁচটার সময় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পানছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে ৩ বিজিবির উদ্যোগে নানা কর্মসূচি পালিত
পানছড়ি :: আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।এ উপলক্ষে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
লোগাং ইউনিয়ন এর গিলাতলী পাড়া এলাকায় অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ,কম্বল বিতরণ,সেলাই মেশিন বিতরণ, ক্রিড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ,যাত্রী ছাউনি উদ্ভোধন করেন ৩বিজিবি লোগাং জোন এর জোন অধিনায়ক। এইছাড়া বেলা তিনটার সময় বাবুড়াপাড়া মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টা হতে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইন সহ সকল সেবা দেওয়া হয় হতদরিদ্র পরিবারের মাঝে।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃকর্ণেল জাহিদুল ইসলাম পিএসসি,,মেডিকেল ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন ৩ বিজিবি পানছড়ি ব্যাটেলিয়ন এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃমোঃমশিউর রহমান এএমসি,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা,১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বিষয়ে স্থানীয় জনগণ বিজিবির নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।
এ ব্যাপারে পানছড়ি ৩বিজিবি লোগাং জোন এর জোন কমান্ডার লেঃকর্ণেল জাহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে পানছড়ি ৩বিজিবি সারাদিন ব্যাপি নানা কর্মসূচি পালন করে। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান সহ যেকোনো বিপদে আপদে পানছড়ি ব্যাটেলিয়ন নিয়মিত পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।