

শনিবার ● ২৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দুই কর্তি সন্তানকে বিশাল সংবর্ধনা
রাউজানে দুই কর্তি সন্তানকে বিশাল সংবর্ধনা
আমির হামজা, রাউজান :: রাউজানের কদলপুর মোহাম্মদীয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার দুই কর্তি সন্তান সিআইপি নির্বাচিত হওয়া এনামুল হক চৌধুরী ও এসএম জসিম উদ্দিন’কে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। ২২ ডিসেম্বর বুধবার রাতে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মো. জসিম উদ্দিন চৌধুরী। মো. আজগর আলী চৌধুরী সঞ্চলনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য শকওত উদ্দিন চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, ডা, আব্দুল মান্নান চৌধুরী, সাজু চৌধুরী, ৮নং কদলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরী, যুবলীগ নেতা আরফাত হোসেন রুমন, একতিয়ার উদ্দিন,
রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণ এর উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুল আরেফিন, কদলপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আরমান উদ্দিন শাহ, ছাত্রনেতা সিমান্ত, লোকমান হক তানভীর, রাকিব মাহমুদ, মো আসিফসহ আরও অনেক। সংবর্ধনা অনুষ্ঠানে সিআইপি এনামুল হক চৌধুরী জানান, সমাজের সকল মানুষের পাশে থেকে তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। তিনি জানান তাদের সমাজকে একটি স্মার্ট এলাকা হিসেবে রুপান্তরিত গড়তে তিনি নানা উন্নয়ন মুলক কাজ হাতে নিয়েছেন। এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
লুন্ঠিত মুরগির খাদ্য চেয়ারম্যানের ঘরে থেকে উদ্ধার করল পুলিশ
রাউজান :: ময়মনসিংহের ভালুকা থেকে গত ১৬ ডিসেম্বর নোয়াখালীর চৌমুহনী বাজার যাওয়ার পথে কাভার্ড ভ্যান ভর্তি নারিশ ফিড কোম্পানীর লুঠে নেয়া ৫ শত বস্তা মুরগির খাদ্য রাউজান থানা পুলিশ ফটিকছড়ির এক সাবেক চেয়ারম্যানের ঘর থেকে উদ্ধার করেছেন।
গতকাল শুক্রবার ১২ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করার অভিযানে ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।
আটক দুজন হচ্ছে ফেনী জেলার ইসলামপুর পাঁচ গাছিয়ার প্রয়াত আবদুল্লাহর ছেলে ও কাভার্ড ভ্যান চালক মো. নুর আলম ওরফে মামুন (২৪)ও ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের প্রয়াত আবদুর রশিদের ছেলে সাইদুল ইসলাম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকা থেকে নারিশ ফিড কোম্পানী বস্তাভর্তি মুরগির খাদ্য কাভার্ড ভ্যানে নোয়াখালীর চৌমুহনী বাজারে পাঠিয়েছিলেন। একটি চক্র নিদিষ্টস্থানে না নিয়ে খাদ্যভর্তি কাভার্ড ভ্যানটি নিয়ে আসে ফটিকছড়িতে। যথা সময়ে গন্তব্যে মুরগির খাদ্য না পৌছায় কোম্পানী ম্যানেজার সাইদুর রহমান রতন ভালুকা থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে মামলা করে। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে লুঠ করা মালামালের অবস্থান রাউজানের আশে পাশের এলাকায়। এমন তথ্যে ভিত্তিতে অভিযানে নামে রাউজান থানা পুলিশ। সর্বশেষ পুলিশ লুন্ঠিত মালামালের অবস্থান সনাক্ত করে অভিযান চালায় ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরীর বাড়িতে। পুলিশ জানিয়েছে এই বাড়িতে চেয়ারম্যান পরিবারের দীর্ঘ সময় ধরে কেউ না থাকে না। ওই বাড়িতে ছিলেন কেয়ারটেকার সাইদুল ইসলাম।
রাউজান থানার এসআই অজয় দেব শীল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মোবাইল ফোন টেক করে ভ্যান চালককে হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে লুন্ঠিত পন্যের অবস্থান সনাক্ত করে গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে জাফতনগর পুলিশ ফাঁড়ির সহায়তায় এই অভিযান চালানো হয়। চেয়ারম্যান ইলিয়াস চৌধুরীর বসতঘরের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে ৫ শত বস্তা মুরগীর খাদ্য জব্দ করে রাউজান থানা পুলিশ। যদিও চেয়ারম্যান পরিবারের কেউ এই বাড়িতে থাকেন না। তবে এই ঘটনার সাথে বাড়ির কেয়ারটেকারসহ আরো লোকজনের সম্পৃক্ততা রয়েছে। জড়িতদের ধরা চেষ্টা হচ্ছে। এ বিষয়ে কোম্পানী ম্যানেজার রতন বলেছেন ১৯ টন মুরগির খাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে কাভার্ড ভ্যানটি নোয়াখালীর উদ্দেশ্যে ছাড়া হয়েছিল। গাড়িটি যথা সময়ে না পৌছায় ভালুকা ও রাউজান থানায় আলাদা অভিযোগ করি।
এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরী বলেন, এ ঘটনায় আমরা বা আমাদের পরিবারের কোনো সদস্য জড়িত নই। আমরা কেউ গ্রামের বাড়িতে থাকি না। ৩০ বছর ধরে ওই বাড়িতে থাকেন কেয়ারটেকার।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ভালুকা থানায় প্রথমে জিডি হয়। সে জিডির ভিত্তিতে আমরা রাউজান লোকেশন সনাক্ত করে মালামাল উদ্ধারের পর ভালুকা থানায় সোপর্দ করেছি।