শনিবার ● ২৪ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী আওয়ামী লীগ এখন পুরোপুরি পথ হারিয়েছে : সাইফুল হক
মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী আওয়ামী লীগ এখন পুরোপুরি পথ হারিয়েছে : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন পুরোপুরি পথ
হারিয়েছে। গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন তার গণতান্ত্রিক ঐতিহ্য বিসর্জন দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়। জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে তারা দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছে; অথচ এই ভোটের অধিকারের জন্যই একসময় তারা রাজপথে মরণপণ সংগ্রাম করেছিল।
তিনি বলেন, ২০১৪ সালে একতরফা নির্বাচন ও ২০১৮ সালের নির্বাচনী তামাশার পর আওয়ামী লীগ দেশের জনগণ ও সকল বিরোধী দলকে বাস্তবে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে।
তিনি বলেন, সরকারি দলের দম্ভ, অহমিকা ও বলপ্রয়োগের প্রতিশোধাত্মক রাজনীতি আজ দেশকে ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। তিনি সংকট উত্তরণে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীল অন্তবর্তী সরকার গঠন ও অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অর্থপূর্ণ রাজনৈতিক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
আজ সকালে আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির বর্ধিত সভায় উপরোক্ত বক্তব্য রাখেন শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কমিটির সদস্য মোহাম্মদ আওয়াল,আলমগীর হোসেন, পবিত্র একবার, আবু সাঈদ পাটোয়ারী, আবদুল করিম, তানিয়া আকতার লিমা প্রমুখ
সভায় বহ্নিশিখা জামালী গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। তিনি বলেন অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিক মেহনতিদের সংগঠন ও আন্দোলন জোরদার করার ডাক দেন।
সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী ৬ - ৯ জানুয়ারী ২০২৩ পার্টির দশম কংগ্রেস সফল করার আহবান জানানো হয়।