মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » রামগড়ে ২ভুয়া চিকিৎসকের দণ্ড
রামগড়ে ২ভুয়া চিকিৎসকের দণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার দায়ে দুজনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় চক্ষু শিবির পরিচালনায় ব্যবহৃত যত্রাংশ জব্দ করা হয়।
শনিবার ২৪ ডিসেম্বর দুপুরে রামগড় পৌরসভার সদু কার্বারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া চক্ষু শিবির থেকে তাদের আটক করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানস চন্দ্র দাস।
দণ্ডপ্রাপ্তরা হলো, গোলাম মহিউদ্দিন চৌধুরী সোহেল(৪২) ও তার সহযোগী মো: উজ্জল খান(৪২)। সোহেল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের বাসিন্দা মতিউর রহমানের ছেলে ও উজ্জল খান নেত্রকোনা জেলা সদরের মালনী গ্রামের বাসিন্ধা মো. রমজান খানের ছেলে।
জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের নামে বিশেষজ্ঞ ডাক্তারের নাম ব্যবহার করে বিভিন্ন স্কুল মাদ্রাসায় চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। এর আগে ক্যাম্প এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালান তারা। প্রচারপত্রে এবং প্রেসক্রিপশন প্যাডে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও ‘বিশেষজ্ঞ’ পদবীও ব্যবহার করেন। এছাড়া অনুমতিবিহীন চক্ষু শিবির পরিচালনা, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং যে হাসপাতালে তারা কর্মরত নয় সে সকল হাসপাতালের ঠিকানা ব্যবহার করে প্রচারণা চালিয়ে রোগীদের সাথে প্রতারণা করার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস জানান, তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় দুই জনকে এক লাখ করে দুই লাখ টাকা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।