বুধবার ● ২৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে এসএসসিতে জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
পানছড়িতে এসএসসিতে জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা সামাজিক ও মানবিক সংগঠন “মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে পানছড়ি উপজেলায় এসএসসি ২০২২ পরীক্ষায় ১৫ জন জিপিএ ফাইভ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন।
মঙ্গলবার ২৭ ডিসেম্বর সকাল ১১ টার সময় অনির্বাণ শিল্পীগোষ্ঠী কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে সংগঠন এর শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও সংগঠন এর সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।এতে স্বাগত বক্তব্য রাখেন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব,পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ,সংগঠন এর সহ সভাপতি অরুণ শীল, নারী নেত্রী আছিয়া বেগমসহ নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ,কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এই সময় বক্তারা এই ধরনের মহতী উদ্যোগের জন্য সংগঠন এর নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ জানান।এবং প্রতিটি কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।