শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » অনলাইনই আগামী দিনের সংবাদ মাধ্যম
অনলাইনই আগামী দিনের সংবাদ মাধ্যম
রাজশাহী প্রতিনিধি :: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেন, ‘একটি বিষয় পরিষ্কার যে অনলাইন ও ২৪ ঘণ্টা সংবাদ প্রচার মাধ্যমই আগামী দিনের সংবাদ মাধ্যম।’
ইংল্যান্ডের ইন্ডিপেনডেন্ট পত্রিকার উদাহরণ দিয়ে তিনি বলে বলেন, ‘মাত্র সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবেই পত্রিকাটি কাগজের প্রচার বন্ধ করে দিয়েছে। এখন পত্রিকাটি অনলাইনে প্রচারিত হচ্ছে।’
শনিবার দুপুরে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইনের অনলাইন সঙ্করণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘অনলাইন মাধ্যমটি আমার নিজের কাছেও গবেষণা ও আগ্রহের কেন্দ্রবিন্দুর জায়গা। এ আগ্রহের সূচনা রাজনৈতিক কারণেই।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের কাজ সব দলের রাজনৈতিক, বর্তমান বা প্রাক্তন রাজনীতিকের খবর। খবরের গুরুত্ব বিবেচনা করে সমানভাবে প্রকাশ করা। আমার মনে হয় এটা করার জন্য সৎ সাহসের প্রয়োজন। সাংবাদিক হিসেবে সৎ সাহসের জায়গাটি যতো কষ্টই হোক ধরে রাখতে হবে।’
সাংবাদিকরা যদি এ জায়গা থেকে সরে যায় তাহলে জাতি আজ কোথায় গিয়ে দাঁড়াবে ? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়াকে বলা হয়। রাষ্ট্রকে যদি চেয়ার হিসেবে ধরা যায় তাহলে ওই চেয়ারের চারটি পায়ের মধ্যে যদি একটি পা না থাকে তাহলে কেমন হবে ?’
সানশাইনের এ অগ্রযাত্রায় উপস্থিত ছিলেন, সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল, ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মহা-ব্যবস্থাপক নূরুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, যুগ্ম বার্তা সম্পাদক বদরুল হাসান লিটন, চিফ রিপোর্টার ও বাংলামেইল২৪ডটকম রাজশাহীর করেসপন্ডেন্ট ইলিয়াস আরাফাত, স্টাফ রিপোর্টার ওয়াহিদুজ্জামান, সিনিয়র ফটো সাংবাদিক আজাহার আলী, ফটো সাংবাদিক সামাদ খান প্রমুখ। সূত্র :বাংলামেইল