বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাটিরাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগাড়ছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় মোমেনা খাতুন(২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গোমতি ইউনিয়নের কালাপানি মজিদ ডাক্তারের কাঁঠাল বাগানের কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
দুই কন্যা সন্তানের জননী মোমেনা খাতুন মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের নুরু সর্দার পাড়ার মোঃ বেলাল হোসেনের স্ত্রী।
জানা যায়, বাপের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম যাওয়ার কথা বলে বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার ৫দিনের মাথায় মঙ্গলবার(২৭ ডিসেম্বর) বিকালে গরু আনতে গেলে স্থানীয়রা তার বাড়ি থেকে এক কিলোঃ দুরে গোমতি ইউনিয়নের কালাপানি মজিদ ডাক্তারের কাঁঠাল বাগানের কাঁঠাল গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এ ঘটনায় পুলিশকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশের উপ পরিদর্শক(এসআই) একেএম হাসান মাহমুদুল কবীরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
রামগড়ে নববিবাহিত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে মোঃ ইয়াকুব আলী(২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার(২৭ ডিসেম্বর) থেকে পারিবারিক কলহে সে আত্মগোপনে ছিল। বুধবার বিকেলে নিজ বাড়ির পাশে একটি বড় গাছের সাথে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহে গতকাল মঙ্গলবার থেকে সে আত্মগোপনে ছিল। ইয়াকুব আলী ওই এলাকার গোলাম হোসেনের ছেলে। সে পেশায় একজন কাঠমেস্ত্রী। গত তিন মাস আগে তার বিয়ে হয়।
রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।