শনিবার ● ৩১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রবাসী ইকবালের লাশ ১৩ দিন পর দেশে এলো
প্রবাসী ইকবালের লাশ ১৩ দিন পর দেশে এলো
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: সংযুক্ত আরব আমিরাতের শারজাতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাউজানের রেমিট্যান্স যোদ্ধা মুহাম্মদ ইকবাল এর লাশ ১৩ দিন পর দেশে পাঠানো হয়েছে।
গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় কফিন বন্দি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে তার লাশ গ্রামের বাড়ি কদলপুরে এসে পৌঁছায়। ইকবালের স্বপ্ন ছিল পরিবারের মানুষ গুলো হাল ধরার। কিন্তু সেই স্বপ্ন কফিন বন্দি হয়ে ফিরে আসলেন দেশে।
এসময় স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। এর আগে গত ১৪ই ডিসেম্বর কর্মরত গ্যারেজে কাজ করার সময়ে মেরামত করতে আসা গাড়ির ধাক্কায় সেই নিহত হয়। সেই উপজেলার কদলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কাজী হাবিলদার বাড়ির কাজী এনামুল হকের পুত্র।
জানা যায়, নিহত প্রবাসী ইকবাল বিবাহিত জীবনে দুই মেয়ে এক সন্তান রেখে যান। আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন প্রবাসী ইকবাল।