শনিবার ● ৩১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথে বেড়েছে শীতের তীব্রতা
বিশ্বনাথে বেড়েছে শীতের তীব্রতা
বিশ্বনাথ প্রতিনিধি :: দেখা মিলছে না সূর্যের। গত দু’দিন থেকে ঘন কুয়াশা, বইছে হিমেল হাওয়াও। এর সাথে যোগ হয়েছে পৌষের এক পশলা বৃষ্টি। বৃষ্টির সাথে বেড়েছে শীতের তীব্রতা।
সিলেটের বিশ্বনাথে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। হাড় কাঁপানো শীতে জবুথবু উপজেলার মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।
আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ দিকে দু’দিনের এক পশলা বৃষ্টিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে শীতকালীন সবজির। ব্যহত হচ্ছে চলমি মৌসুমের বোরো আবাদ।
সরেজমিন ঘুরে দেখা যায়, পুরো উপজেলা জুড়ে নেমেছে শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশার কারণে অনেক এলাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হাট-বাজারে উপস্থিতি কমেছে মানুষের। উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে দেখা যায়, কর্মহীন নিম্ন আয়ের মানুষদের।
এদিকে দিকে চলতি বোরো মৌসুমের জমি প্রস্তুত হলেও চারা রোপনের জন্যে মাঠে নামতে পারছেন না কৃষকরা।
ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রমও। শীত-বৃষ্টিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের সবজি ক্ষেতের। নষ্ট হয়েছে বীজতলাও।
সদরের দিনমজুর বেলায়েত হোসেন বলেন, ‘আমরা দিনে আনি দিনে খাই। প্রতিদিন কাজ না করলে চলে না সংসার। এখন অতিরিক্ত ঠাণ্ডা আর কুয়াশার কারণে যেতে পারছি না কাজেও।
উপজেলার সবজি চাষী আরিফ উদ্দিন বলেন, ‘কুয়াশা আর বৃষ্টিতে আমার সবজি ক্ষেতের এক তৃতীয়াংশ সবজি নষ্ট হয়েছে। দশঘর ইউনিয়নে সফল কৃষক লুৎফুর রহমান বলেন, ‘আমি প্রায় ২০ বিঘা জমিতে বোরো ধান আবাদের পরিকল্পনা নিয়েছি ক্ষেত প্রস্তুত হলেও ঠাণ্ডার কারণে চারা রোপণে বিলম্ব হচ্ছে।
উপজেলা হাসপাতালের আবাসিক মেডেকেল অফিসার রাজীব বৈষ্ণব জানান, শীতের কারণে বর্তমানে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বহিঃবিভাগে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন। ভর্তি রোগীদের মধ্যেও বেশি ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সরকার বলেন, শীতার্থ মানুষের মাঝে বিতরণের জন্যে শীতবস্ত্র (কম্বল) এসছে। ইতোমধ্যে মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণপ্রকল্পে কিছু বিতরণও করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।
বিশ্বনাথে লামাকাজী ইউনিয়নের প্রতি
ওয়ার্ডে লুনার উপস্থিতিতে বর্ধিত সভা
বিশ্বনাথ ::: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের পৃথক তিনটি বর্ধিত সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত বর্ধিত সভাগুলো প্রধান অতিথির বক্তব্য রাখেন লুনা।
পৃথক তিনটি বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শফিকুর রহমান, বশির মিয়া, কমর উদ্দিন এবং পরিচালনা করেন লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির।
পৃথক বর্ধিত সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সহ সভাপতি শামছুজ্জামান সমছু, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম মোনায়েম খান, কাওছার খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, বিএনপি নেতা খছরুজ্জামান খছরু, কাওছার আহমদ তুলাই, জাহিদুল ইসলাম, আয়াজ মিয়া।
এসময় লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান বাবুল, যুবদল নেতা ইসলাম উদ্দিন, খলিলুর রহমান, আলী আহমদ, বাবুল মিয়া, নাজমুল ইসলাম শিমুল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান, শের আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক আখতার আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, সদস্য আবদুল কাইয়ুম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বকুল আহমদ, ছাত্রদল নেতা ইমরান মাহমুদ, মামুন আহমদ, লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আনহারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশ্বনাথে তেলিকোনা এলাহাবাদ মাদ্রাসার
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মুখলিছুর রহমান
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামস্থ ‘এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক ও সহকারী অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি বিধিমতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন তিনি।
গত ২৮ ডিসেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান স্বাক্ষরিত ০৫.৪৬.৯১২০.০০১.৩২.০০৭.২০-১২৭১ স্মারকের মাধ্যমে মাওলানা মখলিছুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনসহ মাদ্রাসার এডহক কমিটির আবেদন ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য মনোনিত করেন।
এরপূর্বে গত ১৫ ডিসেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত ‘বামাশিবো/প্রশা/সিলেট-৬৭/১৬২ স্মারকে ৭ কর্মদিবসের মধ্যে ‘এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা’র সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদনের আবেদন অনলাইরে দাখিল করার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইনকে নির্দেশনা দেন।
এতে তিনি ব্যর্থ হলে, বিধি মোতাবেক মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনসহ তার মাধ্যমে এডহক কমিটির আবেদন ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিস্ট সকলকে অবহিত করেন।
সংপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক আলতাফুর রহমানের পরিচালনায় এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা’র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুখলিছুর রহমান, প্রবীন সাংবাদিক আব্দুল হাই জিহাদী, তেলিকোনা গ্রামবাসীর পক্ষে শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, মাদ্রাসার শিক্ষক এটিএম নূর উদ্দিন, মাওলানা হরমুজ আলী, ফরিদুল ইসলাম, হানিফ পাটোয়ারী, মৌলভী ওলিউর রহমান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য হাজী আবুল কাশেম, তেলিকোনা গ্রামের প্রবীন মুরব্বী হাজী বাদশা মিয়া, হাজী নূরুল হোসেন, জবেদ আলী, নিজামুল ইসলাম নৌশা, জমির উদ্দিন, আছকির আলী, আমির উদ্দিন মেম্বার, নূর উদ্দিন প্রমুখসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।