বুধবার ● ৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পানছড়িতে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো. হেলাল উদ্দিন,পানছড়ি প্রতিনিধি :: বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় নানা কর্মসুচির মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ৪ জানুয়ারি সকাল ৯ টার সময় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার পূর্বে সকালে বঙ্গবন্ধু স্কোয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও পরবর্তীতে দোয়া ও মিলাদ, আলোচনা সভা শেষে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন।
এই সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা বলেন: বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি সর্ববৃহৎ সংগঠন।বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল অনস্বীকার্য।এই সংগঠনের একটা নীতি ও আদর্শ আছে। প্রত্যেক নেতাকর্মীদের জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে।
বাচ্চাটির হার্টে ছিদ্র,বিত্তবানদের নিকট সহযোগিতা চেয়েছেন বাবা মা
পানছড়ি :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা তিন বছরের সূর্য বৈষ্ণব এর হার্টে ছিদ্র। অপারেশনে সহযোগিতার আবেদন জানিয়েছেন বাবা মা।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সাঁওতাল পাড়া এলাকার স্বপন বৈষ্ণব ও রুপালি দেবনাথ এর একমাত্র ছেলে সূর্য বৈষ্ণব।হার্টে ছিদ্র নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র বাবা মা।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে হার্টে অপারেশন করাতে হবে। এজন্য প্রয়োজন প্রায় পাঁচ লক্ষ টাকা।এই দিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে ও ঔষধ খরচ সহ প্রায় দুই লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলে জানা যায়। সূর্য বৈষ্ণব এর বাবা পেশায় একজন ছোট্ট ব্যবসায়ী এবং মা গৃহিণী।
মা রুপালি দেবনাথ জানায়, একবছর বছর বয়সে সূর্যের হার্টে ছিদ্র ধরা পরে। এরপর থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন হসপিটালে ছেলের চিকিৎসা করিয়েছেন। সূর্যের হার্টের ছিদ্রগুলো দিন দিন বড় হচ্ছে। ঢাকার চিকিৎসক বলেছেন আগামী তিন চার সপ্তাহের মধ্যে হার্টে অপারেশন করাতে হবে। এজন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। তাদের পক্ষে এই টাকা ব্যয় করা সম্ভব না।ছেলের চিকিৎসায় তিনি দেশের বিত্তবানদের সাহায্য কামনা করেছেন।
পানছড়ি বাজারের ব্যবসায়ী ও আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অরুণ শীল জানান, বাচ্চাটির বাবার আয় দিয়ে ছেলের চিকিৎসা করা সম্ভব না। সূর্য বৈষ্ণব এর চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।
সকলের সহযোগিতায় শিশু সূর্য এর চিকিৎসা সম্ভব। সূর্যকে সাহায্য পাঠাতে তার মায়ের সাথে যোগাযোগের নাম্বার 01870595499 (বিকাশ)।