বুধবার ● ৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » ৬-৯ জানুয়ারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস
৬-৯ জানুয়ারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস
বাংলাদেশের প্রগতিশীল ধারার গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস আগামী ৬ - ৯ জানুয়ারী ২০২৩ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় এ ইন্সটিটিউট চত্তরে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কংগ্রেস উদ্বোধন করা হবে।
আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্য সচিব আকবর খান এসব তথ্য জানান।
আকবর খান জানান, কংগ্রেস উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পার্টির নেতা কর্মীদের র্যালী ঢাকার রাজপথ প্রদক্ষিণ করবে।
এরপর বেলা আড়াইটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর সভাপতিত্বে এই আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট ও বাম প্রগতিশীল ধারার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি - সি পি আই(এম - এল) লিবারেশন ও নেপালের কমিউনিস্ট পার্টি - সি পি এন(ইউএমএল) এর নেতৃবৃন্দ।
৭ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত ইন্সটিটিউটের সেমিনার হলে বিভিন্ন পর্বে কংগ্রেসের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে কংগ্রেসের মূল রাজনৈতিক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট, পার্টির কর্মসূচি, সংকট উত্তরণের ৩১ দফা, গঠনতন্ত্র, কেন্দ্রীয় গাইডলাইন, পার্টির অর্থ সংক্রান্ত দৃষ্টিভংগী, আয় ব্যয়ের হিসাব প্রভৃতি দলিলপত্র ও বিষয়াবলী নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। কংগ্রেসে ক্রেডেনশিয়াল কমিটির রিপোর্টও পেশ করা হবে।
কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে পার্টির নতুন কেন্দ্রীয় কমিটি ও নেতৃত্ব নির্বাচিত হবেন।
সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,পার্টির অভ্যন্তরে আমরা সর্বোচ্চ গণতান্ত্রিক চর্চা অনুশীলন করি। এবারকার কংগ্রেসেও তার প্রতিফলন ঘটবে। প্রতিটি বিষয়ে খোলামেলা আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে গোপন ব্যালটে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হবে।
পার্টির ৪২টি সাংগঠনিক জেলা থেকে দুইশত চ্ছাপান্ন জন নির্বাচিত প্রতিনিধি ও পর্যবেক্ষক চার দিনব্যাপী এই কংগ্রেসে অংশগ্রহণ করবেন।