বুধবার ● ৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » বগুড়া » বগুড়ায় উপ-নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের মনোনয়ন পেলেন যারা
বগুড়ায় উপ-নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের মনোনয়ন পেলেন যারা
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর শূন্য হওয়া বগুড়া-৬ ও ৪ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ কংগ্রেস। বুধবার ৪ জানুয়ারি দুপুর ২টায় বিষয়টা নিশ্চিত করেছেন বাংলাদেশ কংগ্রেসের দপ্তর সম্পাদক তুষার রহমান।
এর আগে মঙ্গলবার ৩ জানুয়ারি রাতে বাংলাদেশ কংগ্রেসের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
তারা হলেন, বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ কংগ্রেসের নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনসুর রহমান এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জেলা কমিটির সদস্য তাজ উদ্দিন মন্ডল।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এ ছয় আসনে বিএনপির এমপিরা। এরপর এ আসনগুলোতে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক, এই আসনগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের কথা রয়েছে।-খরব বিজ্ঞপ্তির।