শিরোনাম:
●   আত্রাইয়ে হলুদ বর্ণে সেজেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ●   অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি ●   সচিবালয়ে আগুন ●   মহালছড়িতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার ●   প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজতজয়ন্তী উৎসব ●   শাহরাস্তিতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত ●   পানছড়ি ৩ বিজিবি’র পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ●   ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা ●   দ্রুত বাজার নিয়ন্ত্রণের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ ●   ভোটকেন্দ্রে শূন্যভোটের মাধ্যমে পার্বত্যবাসী ফ্যাসিস্ট হাসিনাকে প্রত্যাখ্যান করেছে ●   ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে ●   কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা ●   খাগড়াছড়িতে ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ ●   দীঘিনালায় গলায় ফাঁস দেয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ●   ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মা নিহত, ছেলে আহত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড ২য় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে গ্যাস লাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে গ্যাস লাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু
রবিবার ● ৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে গ্যাস লাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট মহানগরের আম্বরখানা এলাকার ইলেক্ট্রিক সাপ্লাই রোডে গত ১ জানুয়ারি গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর আহত বিশ্বনাথের যুবক টিটন পাল টিটু (২৪) মারা গেছেন।

তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামের লবনী পালের পুত্র ও দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের (অর্থনীতি বিভাগের) ছাত্র।

শনিবার ৭ জানুয়ারি রাত ৮টার দিকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান টিটু।

নিহত টিটুর ফুফাতো ভাই রণি দাস জানান, গত ১ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে সিলেট নগরীর শাহী ঈদগাহ থেকে পায়ে হেটে আম্বরখানা-সাপ্লাই সড়ক দিয়ে যাচ্ছিলেন টিটু, রণি ও তাদের এক বন্ধু। এসময় হঠাৎ করে সড়কের পাশের গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে।

এতে গুরুতর আহত হন টিটু। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

জানা গেছে, টিটন পাল টিটু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মিডিয়া কাপের পুরস্কার বিতরণ করলেন বিশ্বনাথ পৌর মেয়র মুহিব

বিশ্বনাথ :: বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মুহিবুর রহমান বলেছেন, অতীতের মতো এখন আর কেউ উন্নয়ন প্রকল্পে পুকুর চুরি করতে পারবে না। সাংবাদিকদের সাথে নিয়েই জনগণের উন্নয়নের বরাদ্দের টাকাগুলো এখন থেকে সঠিকভাবে কাজে লাগানো হবে। বিশ্বনাথের সাংবাদিকরা নিজেদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সকল ক্ষেত্রের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। যা আমাদের সমাজের জন্য মঙ্গলজনক।

সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে বিশ্বনাথে একটি স্থায়ী প্রেস ক্লাব ভবন নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়া আগামীতে ‘মিডিয়া কাপ’ অনুষ্ঠিত হলে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে।

তিনি শনিবার (৭ জানুয়ারী) সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত ‘১ম বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২২’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও আবুল বাশারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় প্রথম মিডিয়া কাপ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া কাপের সম্বন্বয়ক, দৈনিক উত্তরপূর্ব ও সিলেটভিট২৪ডটকমের বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু।

দৈনিক ইতেফাকের বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে এবং শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেল ও দৈনিক আমাদের সময়ের বিশ্বনাথ প্রতিনিধি আব্বাস হোসেন ইমরানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সমকাল ও চ্যানেল এস ইউকের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র মুহিবুর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন ক্যারাম প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন সাংবাদিক এমআর টুনু তালুকদার ও রানারআপ সাংবাদিক আশিক আলী, ব্যাডমিন্টন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন নবীন সোহেল ও আব্দুস সালাম জুটি, রানারআপ আব্বাস হোসেন ইমরান ও শুকরান আহমদ রানা জুটি, গাফলা প্রতিযোগীতার চ্যাম্পিয়ন নূরুল ইসলাম ও রানারআপ মোহাম্মদ আলী শিপন, লুডু প্রতিযোগীতার চ্যাম্পিয়ন তজম্মুল আলী রাজু ও রানারআপ এমদাদুর রহমান মিলাদ এবং প্রীতি ফুটবল ম্যাচের সেরা খেলোয়াড় তজম্মুল আলী রাজু ও অসিত রঞ্জন দেব।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়রের একান্ত সচিব অ্যাডভোকেট জাহেদ আহমদ, প্রবীন আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক শহিদুর রহমান, টুনু তালুকদার, আশিক আলী, এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, কামাল মুন্না, নূর উদ্দিন, জামাল মিয়া, আক্তার আহমদ শাহেদ, মোসাঈদ আলী, বদরুল ইসলাম মহসিন, মোহাম্মদ নূরুল ইসলাম, মিছবাউর রহমান, আহমদ আলী হিরণ, সংগঠক জমির আলী প্রমুখ।

বিশ্বনাথে ৫ প্রবাসী ভাইয়ের অর্থায়নে মসজিদ নির্মিত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার পুরাণ হাবড়া এলাকায় যুক্তরাজ্য প্রবাসী ৫ ভাইয়ের অর্থায়নে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে পুনঃনির্মিত দৃষ্টি নন্দন দ্বিতল মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারী) মসজিদে জুম্মা নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনি বিতরণের মাধ্যমে মসজিদের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বুরাইয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুছ সালাম। উদ্বোধকের বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

মসজিদ পূণ:নির্মাণ করে দেওয়া প্রবাসীরা হলেন- বিশ্বনাথ পৌর শহরের মিয়াজানেরগাঁও গ্রামের মৃত ক্বারী শেখ মোজাহিদ আহমদ চৌধুরী ও হাজী শেখ মোছা. আঙ্গুরা বেগম চৌধুরী দম্পতির পুত্র শেখ মুজিবুর রহমান চৌধুরী, শেখ নূর মোহাম্মদ চৌধুরী, শেখ হাবিবুর রহমান চৌধুরী, শেখ ইসহাক আহমদ চৌধুরী ও শেখ সুলেমান চৌধুরী।

অনুষ্ঠানের এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, সদস্য মিজানুর রহমান মিজান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া ও বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বারাম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)