বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
রাঙামাটি :: রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে আসামবস্তীতে বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০৪নং ঝগড়াবিল মৌজার হেডম্যান ও বিদ্যালয়ের উপদেষ্টা সুরঞ্জন দেওয়ান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা নির্মল চক্রবর্তী। ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাসিনা বেগম।
এসময় বক্তব্য রাখেন রাঙামাটি বধির কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির), সাধারণ সম্পাদক সাগর আলী (বধির), বিদ্যালয়ের সহকারি শিক্ষক টিনা চৌধুরী (বধির), সুমতি চাকমা ও প্রশাসনিক কর্মকর্তা দুলাল দাশ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জন দেওয়ান উপস্থিত অভিভাবকদের নিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসার অনুরোধ করেন। তিনি আরো বলেন, রাঙামাটির বিভিন্ন উপজেলায় অনেক বধির প্রতিবন্ধী রয়েছে যারা এই বিদ্যালয়ে পড়তে চায়। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ছাত্রাবাসের অভাবে তারা এই বিদ্যালয়ে পড়ালেখা করতে আসতে পারছে না। যেহেতু ৩ পার্বত্য জেলার মধ্যে এটি একমাত্র বিদ্যালয় তাই বধির (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের বিষয়টি আমলে নিয়ে ছাত্রাবাস নির্মাণে প্রশাসন ও উন্নয়নমূলক সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন।