সোমবার ● ১৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সাঁকো দিয়ে পার হচ্ছেন একাধিক গ্রামবাসী
বিশ্বনাথে সাঁকো দিয়ে পার হচ্ছেন একাধিক গ্রামবাসী
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের আশুগঞ্জ বাজারের পাশে মাকুন্দা নদীর উপর একটিমাত্র ব্রীজ নির্মাণ হলে বদলে দিতে পারে দুই পারের মানুষের জীবনযাত্রার মান। উত্তর বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবী এই ব্রীজটি নির্মাণে আজও কোন লক্ষণ দেখা যায়নি।
দিনের পর দিন বছরের পর বছর পেরিয়ে গেলেও স্বপ্নের সেই ব্রীজটি আদৌ কি নির্মাণ হবে? না আরো কয়ক দশক পেরিয়ে যাবে সেটি নির্মাণে প্রশ্ন এলাকাবাসীর।
এখানে ব্রীজ না থাকায় দীর্ঘ কয়েক দশক ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাকো দিয়ে পারাপার হচ্ছে ২০টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। সরেজমিনে হতবাক বিশ্বনাথের আশুগঞ্জ বাজারের পাশে মাকুন্দা নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো দিয়ে উভয় পারের মানুষের পারাপারের দৃশ্য দেখে।
এই অঞ্চলের মানুষেরা নিজ অর্থায়নে প্রতি বছর বর্ষা আসার আগে এই সাকোটি করেন মেরামত। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য নারী পুরুষ সহ নিয়মিত পারাপার করতে দেখা গেছে স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীদের। নদী পারের কয়েকজন বাসিন্দা ও স্কুল শিক্ষার্থীদের সাথে আলাপকালে সাংবাদিককে জানান, তারা সারা বছর খুবই কষ্ট করে সাকো দিয়ে চলাচল করেন।
এই নদীর উপর ব্রীজ নির্মাণ করার জন্য তারা দফায় দফায় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধির বরাবরে লিখিত আবেদন করেছেন। সবাই আশ্বাসও দিয়েছেন। কিন্তু কাজের কাজ রয়েই গেলো, আজও ব্রীজ নির্মাণ হলোনা।
যার দরুন বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের ।তাইতো কাঙ্খিত এই ব্রীজটি আজোও নির্মিত না হওয়ায় উত্তর বিশ্বনাথবাসীর যোগাযোগের ক্ষেত্র অত্যান্ত নাজুক অবস্থায় রয়েছে।
বিশ্বনাথের আশুগঞ্জ বাজারের পাশে মাকুন্দা নদীর উপর দ্রুত ব্রীজ নির্মাণ সময়ের দাবী মনে করে এবং এই এলাকার মানুষের দূর্ভোগ ও দূর্দশার কথা চিন্তা করে বর্তমান জনবান্ধন সরকার দ্রুত ব্রীজ নির্মাণে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী ভুক্তভোগী জনসাধারণ।
৭২ বলে ডাবল সেঞ্চুরি হাঁকালেন বিশ্বনাথের রাজন
বিশ্বনাথ :: রীতিমত ইতিহাস গড়েছেন সিলেটের বিশ্বনাথের ব্যাটার আজিমুর রহমান রাজন। রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগের ১৭তম আসরের গ্রুপ পর্বের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন জননী ক্রিকেট ক্লাব আশুগঞ্জ বাজারের এই ওপেনার।
আজ রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঝপাড়ার বিপক্ষে ৭২ বলে ডাবল সেঞ্চুরী হাঁকিয়ে রেকর্ড গড়েছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান আজিম। পরে ২২৯ রানে গিয়ে থামে তার ব্যাটিং ঝড়। সে জন্যে তাকে খেলতে হয়েছে মাত্র ৮৩ বল।
ইউনাইটেড ক্রিকেট ক্লাবের আল-আমিনের বলে আহমদ সগিরের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরা আজিম তার বিধ্বংসী ইনিংসটি খেলার পথে ছয় মেরেছেন ৩৪টি ও চার মেরেছেন ৫টি।
আজিমুর রহমান রাজনের ইতিহাসগড়া ২২৯ রানের উপর ভর করে ২০ ওভারের ম্যাচটিতে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে টস জিতে ব্যাট করতে নামা জননী ক্রিকেট ক্লাব আশুগঞ্জ বাজার। জবাবে ব্যাট করতে নেমে ১২ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ইউনাইটেড ক্রিকেট ক্লাব সংগ্রহ করে মাত্র ৬০ রান।
খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচসহ চারটি প্রাইজ জিতে নেওয়া ডাবল সেঞ্চুরিয়ান আজিমুর রহমান রাজন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আগের ম্যাচে সেঞ্চুরি এবং আজকের ম্যাচে ডাবল সেঞ্চুরি করতে পেরে আমি খুবই খুশি। আমার দলও জয় পেয়েছে। পরবর্তী ম্যাচগুলোতেও আমি এমন ধারাবাহিকতা বজায় রেখে খেলতে চেষ্টা করব।’
রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শিমুল জানান, ‘আমাদের নিজেদের মাঠে আজিমুর রহমান রাজনের এমন একটি ইতিহাসগড়া ইনিংসের সাক্ষী হতে পেরে ভালই লাগছে।’
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম জানান, ‘বিশ্বনাথে কোনো টি-টোয়েন্টি ম্যাচে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি।’