বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বিরোধী দলের নেতাদের অসুস্থতা নিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্য - বিদ্রুপ নিম্ন রাজনৈতিক সংস্কৃতির পরিচয়
বিরোধী দলের নেতাদের অসুস্থতা নিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্য - বিদ্রুপ নিম্ন রাজনৈতিক সংস্কৃতির পরিচয়
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের দ্বিতীয় দিনের সভায় আজ গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় দেশে নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে সময় শেষ হয়ে যাবার আগে সরকারকে বিশ্বাসযোগ্য কার্যকরি পদক্ষেপ নেবার আহবান জানানো হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বতীকালীন সরকার গঠনে নীতিগত সিদ্ধান্ত নিয়ে সরকার বিরোধী দলসমূহের সাথে অর্থপূর্ণ ও বিশ্বাসযোগ্য সংলাপের উদ্যোগ নিতে পারে।
প্রস্তাবে বলা হয়, সরকার ও সরকারি দলের দম্ভ, অহমিকা ও দমন - নিপীড়নের কৌশল পরিস্থিতিকে ক্রমান্বয়ে জটিল ও সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। প্রতিনিয়ত তারা পরিকল্পিতভাবে উসকানি সৃষ্টি করে চলেছে, হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করছে , বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে তারা সহিংসতার রাস্তায় ঠেলে দিতে চাইছে।
প্রস্তাবে উল্লেখ করা হয় বিরোধী দলীয় নেতাদের অসুস্থতা নিয়ে সরকারী দলের সাধারণ সম্পাদকের বক্তব্য - বিদ্রুপ নিষ্ঠুর ও নিম্ন রাজনৈতিক সংস্কৃতির পরিচয়।
প্রস্তাবে বলা হয় ন্যুনতম রাজনৈতিক সৌজন্য বিসর্জন দিয়ে বিরোধী দলসমূহের কর্মসূচীর দিন সরকারি দল পাল্টা কর্মসূচি দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে।এটা স্পষ্ট যে, ভয় আর আতংক থেকে তাদের তাদের অবৈধ দখলদারিত্ব অব্যাহত রাখতে কথিত পাহারা বসানোর কর্মসূচী চালিয়ে যাচ্ছে।
সভায় বলা হয়, সংকট উত্তরণে সরকার দ্রুত রাজনৈতিক উদ্যোগ নিতে ব্যর্থ হলে গণসংগ্রামের পথে সরকারকে বিদায় দেয়া ছাড়া জনগণের আর কোন পথ থাকবে না।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সসভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।
সভায় পার্টির সদ্যসমাপ্ত দশম কংগ্রেসের নির্দেশনা অনুযায়ী ২০২৩ সালে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভার প্রস্তাবে বিদুৎ এর মূল্যবৃদ্ধিসহ গণদূর্ভোগ সৃষ্টিকারী পদক্ষেপ থাকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
সভায় পার্টির দশম কংগ্রেস সফল করায় পার্টির সকল নেতা কর্মী ও শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা জানান হয়।