শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » চলনবিল অঞ্চলের ঘরে ঘরে তৈরি হবে ডাক্তার : পলক
চলনবিল অঞ্চলের ঘরে ঘরে তৈরি হবে ডাক্তার : পলক
সিংড়া প্রতিনিধি :: (২ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪২মিঃ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, চলনবিল অঞ্চলের ঘরে ঘরে তৈরি হবে ডাক্তার৷ তিনি ২ এপ্রিল শনিবার দুপুরে নাটোরের সিংড়া-বারুহাস-তাড়াশ সড়কের পেট্টোবাংলা পয়েন্ট এলাকায় ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷ তিনি বলেন, এক সময় চলনবিলের যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় এ অঞ্চলের মানুষ কাঙ্খিত চিকিত্সা সেবা থেকে বঞ্চিত ছিল৷ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর এ অঞ্চলের মানুষের কথা চিন্তা করে সিংড়া থেকে তাড়াশ পর্যন্ত ১৬কিলোমিটার রাস্তা নির্মাণ করে দিয়েছেন৷ এর ফলে মানুষরা এখন চিকিত্সা সেবা পায়৷ এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের মানুষদের দুর্ভোগ আরও লাঘব হবে৷ তাছাড়া প্রতিষ্ঠানটিতে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে৷
উদ্বোধনী অনুষ্ঠানে কানাডাস্থ ইমপ্যাক্ট সিকিউরিটি ইন্টার ন্যাশনালের নির্বাহী প্রধান ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানাডার ব্রিটিশ ইনভেস্টমেন্ট গ্রুপের সিইও মাইকেল ব্যারি, ড. এমএন ইসলাম৷
বক্তারা জানান, কানাডার উন্নয়ন সংস্থার অর্থায়নে এই হাসপাতালটি ৩০০শয্যা বিশিষ্ট হবে৷ যা চলনবিল অঞ্চলের মানুষের চিকিত্সা সেবার জন্য অগ্রনী ভূমিকা পালন করবে৷ তাছাড়া হাসপাতালটি স্থাপিত হলে বিনামূল্যে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য এবং চিকিত্সা সেবা নিশ্চিত করা হবে৷ এছাড়া শিক্ষা ক্ষেত্রেও প্রসার ঘটবে৷
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান মুন্টু, ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক আবুল কালাম আজাদ, গভনিং বডি’র চেয়ারম্যান অ্যাডভোকেট এম সাইদুর রহমান৷