সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন
গাবতলীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন
আল আমিন মন্ডল, বগুড়া :: বগুড়ার গাবতলী সুখানপুকুরে শহীদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ এর পরিবারের পক্ষে গতকাল শনিবার সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১হাজার ২শত জন দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ আহমেদ বাবু। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফফারের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলমগীর রহমান, সহকারী অধ্যাপক মুঞ্জুরে আলম রাসেল, ইউপি সদস্য জাহিদুল ইসলুাম মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি যুগ্ম সাঃ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা, স্বেচ্ছাসেবকদল নেতা মোস্তাছিম কামাল লিটন, মাওঃ মহসিন আলী, ইউপি সদস্য গোলাপী বেগম, ববিতা বেগম, রুপালী বেগম, সারোয়ার জাহান মিলন, কাজল রায়, আহসান হাবিব রনজু, যুবদল নেতা সুলতান মিয়া, শাকিল মিয়া, তৌফিকুর রহমান টপি, মানিক মিয়া, স্বাধীন, সোহাগ, স্বেচ্ছাসেবকদল নেতা শাহীন আলম প্রমূখ। শেষে দেশ-জাতির কল্যাণ এবং শহীদ আব্দুল লতিফ এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
গাবতলীতে বিলু মাষ্টার স্মৃতি সংঘের উদ্যোগে ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বগুড়া :: গত শুক্রবার বগুড়ার গাবতলী সোনারায়ের পীরগাছায় ওয়ালিউল হক বিলু মাষ্টার স্মৃতি সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার। জেলা পরিষদের প্রধান সহকারী ও সাবেকপাড়া নওরোজ ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে সভায় প্রধান পৃষ্টপোষকায় ছিলেন সমাজসেবক আলী আজম। বিশেষ অতিথি ছিলেন মরহুমের সহধর্মীনি মোছাঃ আয়নুন নাহার, আইনুল হক বিদ্যৎ, ইসরাফিল হোসেন। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ রনজু। আমন্ত্রিত অতিথি ছিলেন মোঃ লিটন ও যুবলীগ নেতা মুন পাইকার। সাবির্ক সহযোগিতায় ছিলেন সাইফুল ইসলাম সুফল। খেলা পরিচালনায় ছিলেন রবিউল ইসলাম ভূট্্েরা। এসময় উপস্থিত ছিলেন সাবিদ আলসাদ, সংগঠনের নেতা আমিনুর, রায়হান, রফিকুল, মুসা, তাজেল, সাগর, সাইদি, সিহাব, সুমন, নয়ন, রেজা, হেলাল ও মালেক প্রমূখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।