বুধবার ● ২৫ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন
পানছড়িতে পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন
মো. হেলাল উদ্দিন,পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করেন।
গতকাল ২৪ জানুয়ারি মঙ্গলবার পানছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করেন সদ্য যোগদানকৃত উপ-পরিচালক পরিবার পরিকল্পনা খাগড়াছড়ি ফারুক আব্দুল্লাহ।
সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন কোহিনূর চাকমা, ক্যাশিয়ার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তীরনা চাকমা পানছড়ি, ডি.ডি-এফ.পি স্যারকে ফুলের তোড়া উপহার দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপস্থিত কর্মচারীদের সাথে সৌজন্য পরিচয় ও কুশল বিনিময় করিয়ে দেন। এছাড়াও পানছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।পরে উক্ত উপজেলার ১নং লোগাং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ২নং চেঙ্গী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন তথা স্বাভাবিক প্রসব-সেবা রুম, সাধারণ রোগী-সেবা রুম, কিশোর-কিশোরী কর্ণার, ব্রেস্টফিডিং কর্ণার, কোয়ার্টার এবং সীমানা প্রাচীর (অংশবিশেষ) সশরীরে পরিদর্শন করেন। তিনি FWCতে স্বাভাবিক প্রসবসেবা, প্রসবপূর্ব-প্রসবপবর্তী সেবা, প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বৃদ্ধি সহ চলমান সেবা কার্যক্রমের যাবতীয় মানদণ্ড বজায় রেখে লক্ষ্যমাত্রা অর্জন করা এবং তা ধরে রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন।