শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প
বিশ্বনাথে ফ্রি মেডিকেল ক্যাম্প
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২ এপ্রিল ২০১৬ : রাত ৯.১০মিঃ) সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম৷ নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে প্রবাসীরা দেশ ও জাতির উন্নয়নে কাজ করছেন৷ সরকারের পাশাপাশি সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে বিত্তবান ও প্রবাসীদের করে যাওয়া কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশ থেকে শীঘ্রই দারিদ্রতা দূর হবে৷ তিনি আরও বলেন, দেশের বিভিন্ন উপজেলায় আরও প্রেসক্লাব আছে৷ কিন্তু বিশ্বনাথ প্রেসক্লাবের মতো একটিও নেই৷ নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছেন৷
তিনি শনিবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ হাজী আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ এতে এলাকায় প্রায় সহস্রাধিক গরীব-অসহায় ব্যক্তিকে বিনামূল্যে চিকিত্সা সেবা ও ঔষধ প্রদান করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাজী আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্ট ইউকের ট্রাস্টি আবুল হোসেন মামুন৷
প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যৰ সিরাজুল হক, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফুল্লা সিতাব, আইন সম্পাদক জাহেদ আহমদ তালুকদার, আহমেদ-এ মালিক পাঠাগারের সভাপতি ফখরম্নল ইসলাম খান, এলাকার মুরব্বী হাজী আশ্রব আলী, মাস্টার বাবুল মিয়া, বিশ্বনাথ এইড ইউকের যুগ্ম সম্পাদক আবুল কালাম, ট্রাস্টি ফখরুল ইসলাম, হাবড়া বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ডাঃ বিভাংশু গুন বিভু৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প পরিদর্শন করেন হাজী আবুল কাশেম মেমোরিয়াল ট্রাস্ট ইউকের স্থানীয় কমিটির সভাপতি মানিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, কার্যকরী কমিটির সদস্য নূর উদ্দিন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, দেওকলস জাতীয় পার্টির সভাপতি আজাদ মিয়া, দৌলতপুর জাতীয় পার্টির সভাপতি বদর উদ্দিন, সাধারণ সম্পাদক ইজার আলী, সাংগঠনিক সম্পাদক শের খান, সাবেক সভাপতি ইব্রাহিম আলী, আবদুল কাইয়ুম, সাবেক সহ সভাপতি রুস্তুম আলী, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও উপজেলা তরুণ পার্টির আহবায়ক সুহেল আহমদ তাজ প্রমুখ৷