বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী গ্রেফতার
বিশ্বনাথে ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ঋণ খেরাপির অভিযোগে দায়েরকৃত মামলায় বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারের রহমান ইলেক্সনিক্স এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী ময়নুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
ময়নুর রহমানের বিরুদ্ধে প্রায় ৯০ লক্ষ টাকা ঋণ খেলাপির অভিযোগে ৬টি মামলা দায়ের করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশ্বনাথ শাখা। এর মধ্যে একটি মামলায় (বিশ্বনাথ সিআর-৪৮/২০২২) তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ময়নুর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার এসআই মামুনুর রশিদ।
বিশ্বনাথে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে দুই ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ বৃহষ্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক অভিযানে নিজ নিজ বাড়ি থেকে
তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন আমিনুর রহমান (৩৮), উপজেলার অলংকারি ইউনিয়নের অলংকারি গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় (নন এফআই আর নাম্বার-৩৮,২২ইং) গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
অপর গ্রেফতারকৃত আলী হুসেন (৩৬), উপজেলার অলংকারি ইউনিয়নের টেংরা গ্রামের হাজী দুদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এনআই অ্যাক্ট মামলায় (বিশ্বনাথ সিআর-২০৪-২১ইং) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা দেন আদালত।
এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করায় পৃথক অভিযানে তাদেরকে
গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।