সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গোপেশ দাশের পরলোকগমন
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গোপেশ দাশের পরলোকগমন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার ১নং ভাকৈর (পঃ) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাশের পিতা বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র দাশ(৭৮) ৫ ফেব্রুয়ারী রবিবার সন্ধা ৬ ঘটিকার সময় পরলোকগমন করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বীরমুক্তি গোপেশ চন্দ্র দাশের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের জন্য গভীর সমবেদনা প্রকাশ করে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর টৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ অন্যান্য নের্তৃবৃন্দ। আজ সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র দাশের মৃতদেহে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার দেওয়া হবে বলে সুত্রে জানাযায়।
নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন (৫ ফেব্রুয়ারী) রবিবার সম্পন্ন হয়েছে৷
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটাররা তাদের মনোনীত প্রার্থীদেরকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেন। এ নির্বাচনে ভোটের সংখ্যা ছিল ৩৩৭টি। উক্ত নির্বাচনে
সভাপতি পদে মোঃ নুরুল হক ছাতা মার্কা নিয়ে ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি মুরশেদ আহমদ হারিকেন মার্কা নিয়ে ৯৭ ভোট পান। সহ সভাপতি পদে আব্দুল গফ্ফার চৌধুরী বেলাল চেয়ার মার্কা নিয়ে ২০৪ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দুরুদ মিয়া টেলিফোন মার্কা নিয়ে ১১৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোঃ রুহেল আহমদ হরিণ মার্কা নিয়ে ১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান চার্কা নিয়ে ১৬২ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুর রহমান মাছ মার্কা নিয়ে ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরশ আলী জাহাজ ৮৮ ভোট পান। ক্যাশিয়ার পদে মোঃ আবুল কাশেম মাইক নিয়ে ২৬২ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন চৌধুরী আম মার্কা নিয়ে ৬৫ ভোট পান। সদস্য পদে ৪ জন, এর মধ্যে রিবু আহমেদ ঘোড়া মার্কা নিয়ে ২১০ ভোট , রিপন দেব ইমন কবুতর মার্কা নিয়ে ১৫৮ ভোট , কামরুল ইসলাম চৌধুরী ফুটবল মার্কা নিয়ে ১৪২ ভোট পেয়ে সদস্য পদে উক্ত ৩ জন নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিবন্ধী সৌরভ আহমেদ কলস মার্কা নিয়ে ১৪১ ভোট পান।উক্ত নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নোমান আহমদ, প্রচার সম্পাদক রাজু আহমদ ও দপ্তর সম্পাদক সুব্রত পাল৷ ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশন আব্দুল হামিদ নিকছন,উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশন, মোঃ দুধু মিয়া চৌধুরী, মোঃ কনর মিয়া,আব্দুর রকিব ও আব্দুল জব্বার৷
ঠাকুর অনুকুল চন্দের ১৩৫ তম জন্মোৎসব পালনে প্রস্তুতিসভা
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসব পালন উপলক্ষ্যে গত বুধবার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারন সস্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,বিধু ভুষন গোপ,তাপস বনিক,শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, রতিশ দাশ, শিক্ষক সুব্রত দাশ, রশময় শীল,নারায়ন সরকার,তনয় কান্তি ঘোষ অনজন,সজল চন্দ্র দেব, নিতেশ দাশ,প্রদীপ দাশ,শংকর শীল, গোপেন শীল, দিপন দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দের ১৩৫ তম জন্মোৎসব নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় পালনে সকলের সহযোগীতা কামনা করা হয়। অনুষ্টানমালার মধ্যে রয়েছে সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা,১০ টায় গরীব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরন,১২ টায় চট্টগ্রামের লীলা কীর্তনীয়া মৃনাল কান্তি দাশের পরিবেশনায় ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন,বিকাল ৪ টায় মানবকল্যানে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের বাণী,জীবন দর্শন ও আচার্য্যবাদ আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন কুলাউড়ার ড. রজত কান্তি ভট্টাচার্য্য,সন্ধ্যা ৭.৩০ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী বন্যা তালুকদার। অনুষ্টানের প্রতিটি পর্বে সকলের অংশগ্রহন ও সহযোগীতা কামনা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা পিযুশ কান্তি চৌধুরী ব্রম্মচারীর পরলোক গমন
নবীগঞ্জ ::নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম গোবিন্দ জিউড় আখড়ার সেবায়েত বীর মুক্তিযোদ্ধা পিযুশ কান্তি চৌধুরী ব্রম্মচারী(৭৫) আর নেই। তিনি গত ৩ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটির সময় দত্তগ্রাম আখড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেন। ৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্টীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি,এন,পির যুগ্ম মুজিবুর রহমান সেফু,যুবরাজ করআওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীনসহ আখড়া কমিটির সদস্য বৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত উনার শিষ্যবৃন্দ। দত্তগ্রাম আখড়ার সেবায়েত বীরমুক্তিযোদ্ধা পিযুশ কান্তি চৌধুরী ব্রম্মচারীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ। উল্লেখ্য বীরমুক্তিযোদ্ধা চির কুমার পিযুশ কান্তি চৌধুরী ব্রম্মচারী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্ধা। তিনি দীর্ঘদিন যাবত নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম আখড়ায় সেবায়েত হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
নবীগঞ্জে ৩ দিনব্যাপী বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব
নবীগঞ্জ :: নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়ার বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব ১ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় গীতাপাঠ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে শুক্রবার দুপুরে দধিভান্ডের মাধ্যমে সমাপন হয়েছে । ৩ দিনব্যাপী অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। প্রথমদিনে শ্রীমগভাগবত পাঠ করেন শ্রী মতিলাল ভট্টাচার্য্য। অধিবাসকৃত্য করেন,সুনামগঞ্জ দিরাইয়ের কীর্তনীয়া শ্রী মিন্টু সরকার। দ্বিতীয়দিন অনুষ্টানে কীর্তন পরিবেশন করবেন, ভারতের নবদ্বীপের কীর্তনীয়া শ্রীমতি লাবনী গাইন,ফরিদপুরের কীর্তনীয়া পুজা রায়,মৌলভীবাজারের সুভাষ দেব, ছাতকের সুভাষ দেবনাথসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। কীর্তন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায় মিনু,সহ সভাপতি অরবিন্দু বনিক, সাধারন সম্পাদক রঙ্গ লাল রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ টৌধুরী,আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য,বিশিষ্ট ব্যবসায়ী কেতকী পাল,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল,সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,আখড়ার সেবায়েত সুধাম বৈষ্ণব,লক্ষীপ্রিয়া বৈষ্ণবী,আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, অশোক তরু দাস, মন্টু লাল আচার্য্য, অজিত কুমার দাশ, বাদল রায়, প্রজেশ রায় নিতন, প্রমথ চক্রবর্ত্তী বেনু,চারু দেব, উত্তম কুমার রায়,গৌতম কুমার রায়, দিপক পাল,লিটন দেবনাথ,বিষ্ণুপদ রায়,পার্থ কুমার পাল,সাধন চন্দ্র দাশ,রঞ্জু দাশ,জন্টু রায়, সঞ্জয় দাশ, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, রিপন কর, পবিত্র বনিক, পৃথেশ টৌধুরী,শিক্ষক তপন পাল, রশময় শীল,শিক্ষক সজল চন্দ্র দাশ, প্রশান্ত দাশ গুপ্ত খোকন,স্বপন চক্রবর্ত্তী,সুজিত পাল,রন্টু দাশ, বিপুল দাশ,রুপক দেবসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন। ৩ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে হাজারো ভক্ত সমাগমে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপন হয়।