মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে পর্যটকসহ ৩ জন অপহৃত
রাঙামাটিতে পর্যটকসহ ৩ জন অপহৃত
বিলাইছড়ি প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ির নবগঠিত ইউনিয়ন বড়তলীর সেপুপাড়া থেকে দুই পর্যটকসহ ৩ জনকে অপহরণ করেছে একদল অস্ত্রধারী ।
অপহৃত দুই পর্যটক হলেন, আব্দুল্লাহ জুবায়ের ও জাকির হোসেন মুন্না। বান্দরবানের স্থানীয় গাইড এর নাম মাংকা ম্রো। গত ৩ অক্টোবর দুপুর ২টায় তাদের অপহরণ করা হয়েছে বলে বড়তলী ইউপি চেয়ারম্যান জানান।
বড়তলী ইউপি চেয়ারম্যান আতু মং মারমা ও স্থানীয় গ্রামবাসী জানান, ঢাকা থেকে দুই পর্যটক বান্দরবানের রুমা বেড়াতে এসেছিলেন। দুই পর্যটক বান্দরবানের স্থানীয় একজন গাইড নিয়ে ৩ জনই রুমা থেকে পার্শ্ববর্তী বিলাইছড়ির বড়তলী আসার পথে সেপুপাড়া থেকে একদল অস্ত্রধারী তাদের ধরে নিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান জানান অস্ত্রধারীরা অপহৃতদের নিয়ে যাওয়ার সময় সীমান্ত পথ চিনিয়ে দেয়ার জন্য বড়তলীর সেপুপাড়া গ্রাম থেকে ২ জন গ্রামবাসীকে সাথে করে নিয়ে যায় । সীমান্ত এলাকায় পৌছে পর ২ গ্রামবাসীকে ছেড়ে দেয় অস্ত্রধারীরা। অপহৃত ৩ জনের কোন খোঁজ মেলেনি।
তাদের উদ্ধারে যৌথ বাহিনীর একটি টহল দল অভিযানে নেমেছে বলে একটি গোয়েন্দা বাহিনীর সূত্র জানায়। আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.১০ মিঃ