মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালন
আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মানউন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই দিবস পালিত হয়।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার প্রদীপ কুমার, কনসালট্যান্ট ফিজিওথেরাপি ডাঃ আসাদুজ্জামান, থেরাপি সহকারি ইসফাত আরা হোসেনসহ বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এলবো ক্র্যাচ, টয়লেট চেয়ারসহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয়।