রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২ আহত অর্ধশত
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ২ আহত অর্ধশত
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১০.২০মিঃ)ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) সামনে বলিদাপাড়া নামক স্থানে শনিবার বিকালে রুপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে বাসের চালক হানেফ আলী (৪০) ও সুপারভাইজার হাসেম আলী (৪৫) নিহত হয়েছেন ৷ দুর্ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন ৷ আহতদের উদ্ধার করে ১৯ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকীরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন ৷ খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কয়েক ঘন্টা ধরে উদ্ধার কাজ পরিচালনা করেন ৷ নিহতর সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, বিকাল ৪টার দিকে কালীগঞ্জ যশোর মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যশোরগামী বাসটি ( ঢাকা মেট্রো-ব-১১-০২৯৩) সুগারমিলের মেইন গেটে ধাক্কা দিয়ে প্রাচীর ভেঙ্গে ভিতরে ঢুকে উল্টে যায় ৷ দুর্ঘটার পর পর আটকে পড়া যাত্রীদের চিত্কারে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে ৷ মোচিকের শ্রমিক কর্মচারী ছাড়াও পার্শবর্তী পাড়া মহল্লার মানুষ, কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ৷ এর মধ্যে বাসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান ৷ আহত হন প্রায় অর্ধশত বাসযাত্রী ৷ আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় ৷ উদ্ধার কর্মীরা জানান, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে ৷ অনেক যাত্রীর হাত পা ভেঙ্গে পংগু হয়ে গেছে ৷ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজামী আনারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা খবর পেয়ে উদ্ধার কাজ তদারকী করেন ৷