মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চোরাইকৃত গাড়ি উদ্ধার : আটক-২
রাউজানে চোরাইকৃত গাড়ি উদ্ধার : আটক-২
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে চোরাইকৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৬ ফেব্রুয়ারি দুপুরে দুইজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় উপপরিদর্শক কানু লাল অধিকারী ও অসিম কুমার ভৌমিক এবং সহকারী উপ-পরিদর্শক সুজন কান্তি পাল সঙ্গী ফোর্স নিয়ে রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ টু জলিল নগর সড়ক থেকে দুজনকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেন। গ্রেপ্তার দুইজন হলেন রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিলাবাদ গ্রামের মো. আবু শাহাদাতের ছেলে আবু তৈয়ব ওরফে বড় মনা (৩১) ও বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে সরোয়ার আলম নিশান (৩১)। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, সিএনজি চালিত অটোরিকশার নম্বর ও মালিকের মোবাইল নম্বরের কয়েকটি অক্ষর মুছে ফেলায় মালিক সনাক্ত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মালিকানা নিশ্চিত হওয়া গেলে আইনি পক্রিয়ায় আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে। গ্রেপ্তার দুজনের মধ্যে বড় মনার বিরুদ্ধে পূর্বের ৭টি এবং নিশানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।