বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ইভটিজিং’র প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হাতে মারধরের শিকার এক ছাত্র
ইভটিজিং’র প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হাতে মারধরের শিকার এক ছাত্র
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: প্রায় প্রতিদিন পথেঘাটে বসে কলেজের নারী শিক্ষার্থীদের সাথে ইভটিজিং করে আসছিল একদল কিশোর গ্যাং। এই ঘটনার প্রত্যক্ষদর্শী এক কলেজ শিক্ষার্থী প্রতিবাদ করতে গেলে সংঘবদ্ধ কিশোর গ্যাং প্রতিবাদকারী শিক্ষার্থী মোহাম্মদ আবু সাঈদকে দৌঁড়িয়ে ধরে মারধর করে ছেড়েছে। এই ঘটনাটি ঘটেছে রাউজান হলদিয়া ইউনিয়নে ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি বুধবার ঘটনাটি সিসি ক্যামরায় ধরা পড়া ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ্যাকশনে নামে স্থানীয় চেয়ারম্যানসহ রাউজানের সচেতন ছাত্রদের সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্যরা। তারা বিষয়টি রাউজান থানাকে অবহিত করে। লিখিত অভিযোগ দেয় থানায়। জানা যায় পুলিশ ফুটেজ দেখে কয়েকজনকে গতকাল গ্রেফতার করে। ছড়িয়ে পড়া ফুটেছে দেখা যায় সংঘবদ্ধ কিশোর গ্যাং এর ধাওয়ায় কাঁধে ব্যাগসহ কলেজ ড্রেস পরিহিত এক ছাত্র দৌঁড়ছে। একসময় থাকে ধরে পিটাচ্ছে তারা। পরে অসহায় অবস্থায় ছেঁড়া সার্ট নিয়ে সে কলেজের দিকে যাচ্ছে। জানা যায় ঘটনার সময় এমন ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। কিশোর গ্যাং এর আক্রমনের শিকার শিক্ষার্থী আবু সাঈদ হলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের মোহন তালুকদার বাড়ির মো. ইউনুস মিয়ার ছেলে ও এয়াছিন শাহ কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র। এই ছাত্রের অভিযোগ বহিরাগত বখাটেরা আমীরহাট ও আশে পাশের রাস্তায় দাঁড়িয়ে প্রায় সময় কলেজ এর নারী শিক্ষার্থীদের ইভটিজিং করত। ঘটনার দিন এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করতে দেখে কয়েকজন সহপাঠি মিলে প্রতিবাদ করছিলাম। এই ঘটনায় কিশোর গ্যাংটি দ্রুত সংঘটিত হয়ে আমাদের ধরতে দৌঁড়ায়। অন্যরা পালিয়ে গেলেও আমাকে ধরে তারা মারধর করে। এই ছাত্রের অভিযোগ তারা সকলেই কিশোর গ্যাং এর সদস্য, কেউ ছাত্র নয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘যে ছাত্রকে পিটানো হয়েছে, সে ভালো ছেলে। ইভটিজিং’র প্রতিবাদ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে একদল ছেলে তাকে মারধর করেছে। আমরা আক্রমনকারীদের সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করতে থানা পুলিশকে ডাটা দিচ্ছি। পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন ‘কিশোর গ্যাং এইা ঘটনাটি সংঘঠিত করেছে বলে জানতে পেরেছি। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের সনাক্ত করে ব্যবস্থা নেব।