বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আপার রাঙামাটি বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম
আপার রাঙামাটি বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম
স্টাফ রিপোর্টার :: ৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টায় রাঙামাটি শহরের রিজার্ভমূখ এলাকায় আপার রাঙামাটি উচ্চ বিদ্যালয় ও রিজার্ভমূখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও বনভোজন-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক পুরস্কার বিতরণী ও বনভোজন-২০২৩ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ।
আপার রাঙামাটি উচ্চ বিদ্যালয় ও রিজার্ভমূখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও বনভোজন-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফার ডটকম এর মূখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলন।
অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি আপার রাঙামাটি উচ্চ বিদ্যালয় ও রিজার্ভমূখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও বনভোজন-২০২৩ অনুষ্ঠানে সংক্ষিপ্তি বক্তব্য রাখেন।
আপার রাঙামাটি উচ্চ বিদ্যালয় ও রিজার্ভমূখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও বনভোজন-২০২৩ এ প্রাথমিকের বড়দের দৌড় প্রতিযোগিতায় (মেয়ে) ইয়াছমিন ১ম, তাহিনুর ২য়, ফাতেমা ৩য়, (ছেলে) তাসকিন ১ম, আশরাফুল ২য়, তরিকুল ৩য়।
বড়দের দৌড় প্রতিযোগিতায় (ছেলে) বাহাদুর ১ম, মুজাহিদ ২য়, জিসান ৩য়। বড়দের লক্ষ্যভেদ প্রতিযোগিতায় আকাশ ১ম, মীম ২য়, মুজাহিদ ৩য়, ছোটদের লক্ষ্যভেদ তাসকিন ১ম, ফাতেমা ২য়, অংকিত ৩য়। দড়িলাফ ইয়াছমিন ১ম, তাহিনুর ২য়, লিজা ৩য়, ছোটদের চকলেট দৌড় আশরাফুল ১ম, তাসকিন ২য়, অংকিত ৩য়, বড়দের চকলেট দৌড় বাহাদুর ১ম, লিজা ২য় ও তাহিনুর ৩য় স্থান অধিকার করেন এবং ছাত্র-ছাত্রীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে সকলেই পুরস্কার গ্রহন করেন।
এসময় আপার রাঙামাটি উচ্চ বিদ্যালয় ও রিজার্ভমূখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিবাবকরা উপস্থিত ছিলেন।
আপার রাঙামাটি উচ্চ বিদ্যালয় ও রিজার্ভমূখ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও বনভোজন-২০২৩ অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. মঈন উদ্দিন ভুইয়া।